মজরিদে একটা রাত.

লিখেছেন লিখেছেন Mizanur Rahman Durzo ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৯:১৫ রাত

বাসার টান্সমিটার নষ্ট হয়েগেছে তাই লোডসিডিং রয়ে গেল সারাদিন দুপুরে বৃষ্টি পড়ে পল্লিবিদ্যুতের লোকেরা রায় দিয়েগেল টান্সমিটার ফুটেগেছে তাই এটা পরিবর্তন করতে হবে যায় হুক টান্সমিটার ছাড়া কারেন্ট আসার কোনো সম্ভবনা নাই।

সজীব ভাইয়ের বাসা থেকে চাজ করে নিয়ে আসলাম তাও মাএ ৩০ % কিছু চাপাচাপি করে ২০ পারসেন্ট হয়েগেছে... বাসার পাশে মজরিদে ইমাম ও এক কাজিন মজরিদে শুয়েআছে দেখলাম আমিও গেলাম মোবাইলে চাজ বসিয়ে দিলাম ওনারা বলল বাসা খেতাবালিশ নিয়ে আস এখানে এক ঘুম দিয়ে রাত কাটিয়ে দেয়। সাথে বাসায় থেকে কোলবালিশ এবং খেতা নিয়ে আসলাম এবং ওয়াজ গজল ইউটুভ থেকে দেখতেছিলাম... হুজুর বলল চল যায় মাছ ধরে যেয়ে বল্লম দিয়ে আমরাও রাজি হলাম সাথে গেলাম বেশি মাছ পায়নি মাগুর দেখে ঝাপ দিলাম উটিয়ে দেখি কাঁকরা এভাবে ১ ঘন্টার মত মাছ পিঁপরার মশার কামর খেয়ে হাত পা ধুয়ে চলে আসলাম...!!

একটা কাহেনী বাদ পড়েছে এটা হল আমরা যখন মোবাইল মজরিদে চাজ দিয়ে চলে যাব মাছ ধরতে তখন যদি কেউ এসে মোবাইল চুরি করে নিয়ে যায়। তাই তালা দেয়ার বুদ্ধি করলাম বাট তালাটা ছিল নষ্ট কিন্তু কোনো রকমে বসিয়ে চলেগেলাম এবং হুজুর এসে জীবনের প্রথম চাবি ছাড়া অথাৎ হাত দিয়ে তালা খুলে নিল... এর কিছু পর আমরা আসলাম ফ্রেশ হয়ে মোবাইল চাজ থেকে নিয়ে এসে ৫০ % পারসেন্ট এবং তিনের চালে হামলা বুঝতেই পারছেন বাকি রাত টা মজরিদে কাটাচ্ছি আজ।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File