আমরা কার আদার্শ অনুসরন করব?
লিখেছেন লিখেছেন দিগন্তের শেষ ০৫ নভেম্বর, ২০১৫, ০৭:২৩:১২ সন্ধ্যা
আজ পৌরনীতি ক্লাস চলছিল, ক্লাসের মাঝে স্যারেরা অনেক সময় অনেক শিক্ষনীয় গল্প করেন। যে কোনো এক প্রসঙ্গে আমাদের স্যার বল্লেন "আমরা সবাই আসল মুসলমান না আমাদের পূর্ব পূরুষেরা তো কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউবা জৈন ধর্মের অনুসারি ছিলেন" আমি বরাবরই ক্লাসে সব সময় কোনো রহস্য জট খুলার জন্য প্রশ্ন করি। আমি স্যার কে জিজ্ঞাসা করলাম তাহলে আসল মুসলমান কাহারা! আমার প্রশ্ন শোনার পর স্যার একটু কেমন বিব্রত বোধ করলেন। তারপর স্যার উত্তর দিলেন সৌদির লোক খাঁটি মুসলমান।
আমি বল্লাম স্যার আপনাকে এর সমুচিত জবাব আজ দিব, স্যার বল্ল দাও। তো আমি একটা হাদিসের অর্থ অনুযায়ী বল্লাম ইসলামে কোনো আরবের লোকের উপর কোনো আজমির(আরবের বাহিরে যারা) আর কোনো আজমির উপর কোনো আরবির মর্যাদা নেই আল্লার কাছে ঐ ব্যাক্তি ই বেশি মর্যাদাবান যে পরহেজগার। আল্লাহর রাসুল(সাঃ) কোনো সুনির্দিষ্ট দেশের লোক, গোত্র, বর্ণ, মর্যাদাসম্পন্ন লোকের কাছে ইসলাম কে আমানত রেখে যান নি, পৃথিবির যে কেউ ইসলামের ছায়াতলে আসলে তার মর্যাদা মুসলমানের মর্যাদা দেওয়া হবে, এখানে কোনো বাহু শক্তির পরিচয়ে মর্যাদাবান হওয়া যায় না।
স্যার এরই মধ্য আবার বল্লেন সৌদির লোকেরা যা করে তা আমাদের মানার যগ্য কারন তারা তো রসুলের দেশের লোক, আমি বল্লাম স্যার এবারের কথাতেও আপনি ভূল করলেন স্যার বল্ল কেনো? আমি বললাম স্যার রসুল (সাঃ) বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি ১. কোরআন 2.আমার আদার্শ বা সুন্নত যতক্ষন তোমরা এ দুটি জিনিস কে আকড়েঁ ধরবে ততক্ষন তোমরা পথভ্রষ্ট হবে না। এখন আমা যদি সৌদির সুন্নত মানি তাহলে তো আমাকে মদ, যৌনতা নিয়ে পড়ে থাকতে হয় কারন এটা তাদের বর্তমানের জৌলুসতা হিসাবে প্রকাশ পাচ্ছে! যেমন কিছু দিন আগে দেখেছি সৌদির এক প্রিন্স ২টন মদ নিয়ে লেবাননের এক বিমান বন্দরে ধরা খেয়েছে আচ্ছা আরেক প্রিন্স তো আমেরিকা গিয়েছিলো ছুটি কাটাতে তো সেখানে নারী কেলেঙ্কারি তে ধরা খেয়েছেন। এটা তো তাদের ভিতরের অবস্থা কিন্তু রাসুল(সাঃ) আরবের লোকের মন্দ প্রকাশ করতে নিষেধ করেছেন এ কারনে তাদের খারাব বলা চলবে না, এবার আমি যদি আরবের লোকের অনুসরন করি তাহলে অবস্থা কি দাঁড়াবে!
আমি আলচোনা শেষ করতে পারি নাই ক্লাসে সময সল্পতার কারনে। আচ্ছা আমাদের সমাজে কিন্তু এ ধরনের মানসিকতার লোক আছেন এবং কিছু মহান ইসলামি নায়ক কে তো দেখিছি হজ্ব করে এসে সৌদির কিছু রিতি-নিতি কঠোর ভাবে পালন করছে। জিজ্ঞাসা করলে বলবে তোমরা কি সৌদির লোকের চেয়ে বেশি বোঝ নাকি? এসব শামছু ভাইদের কে বোঝাবে??
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টিচারকে ভালই মাস্টারলক দিচ্ছিলেন
মন্তব্য করতে লগইন করুন