নৈতিকতা আজ কোথায়

লিখেছেন লিখেছেন দিগন্তের শেষ ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪২:৫৬ রাত

সভ্যতা আমাদের জীবনের একটি অবিচ্ছিন্ন অংশ পৃথিবির অনেক দেশেই একেক রকম সভ্যতা বিরাজমান ৷ আজ আমরা চাইলেই ঘরে বসে দেখি চায়নীজ, বার্মা,পাশ্চাত্য বিভিন্ন সভ্যতা ৷ কিন্তু মানুষ আজ এসবের মধ্যে নিজের পছন্দ মতো সভ্যতা বেছে নিচ্ছে ৷ কিন্তু আমরা একটা জিনিস লক্ষ করি না, আর সেটিই আমাদের সমাজে বড় অভাব ৷ আর সমাজ গঠনে এর ভূমিকা অনেক বেশি ৷ "নৈতিকতা" শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ আমাদের মাঝে এর চর্চা একেবারে নেই বললেও ভূল হবে না ৷ এর পিছনে দেখলে কারন হিসাবে অনেক কিছুই আছে, আমার একটা গল্প মনে পড়ে গেল চায়ের দোকানে বসা ছিলাম একজন মুরুব্বি চাচা এসে বললেন অমুকের ছেলে আমাকে মেরেছে; আমি বললাম চাচা কিসের জন্য? বলল চাচার ছেলে একটা অন্যায় করেছে এজন্য , হ্যাঁ সত্যিকারে চাচার ছেলের অন্যায় ছিলো ৷ কিন্তু এতোটুকু অন্যায় বোধ তার মধ্যে জাগে নি যে ময়-মুরূব্বির গায়ে হাত দেওয়া অপরাধ ৷ আমরা রাজনিতি করি কিন্তু মাঝে মাঝে শোনা যায় পাড়ার অমুককে মেরেছে, কিন্তু অনেক সময় দেখা যায় যাকে মেরেছে তারই কোনো নিকটত্নয় হয় তা সত্বেও তার গায়ে হাত তুলেছে ৷ কারন এখানে রাজনৈতিক প্রতিহিংসা তার মধ্যে রয়েছে ৷ আমি এক কলেজে ইন্টার 2 বর্ষের ছাত্র কিছু দিন পূর্বে আমাদের বন্ধুরাই একটা বিতর্ক মারামারি করে ৷ তো এক পর্যায়ে শিক্ষকরা যাকে নিয়ে মারামারি তাকে অফিসে নিয়ে যায় এবং স্যারেরা আশ্বস্ত করে এর বিচার করবে ৷ কিছুক্ষন পরে একদল ছাত্র এসে তাকে নিয়ে যাওয়ার জন্য একটা হাঙ্গামা করে সেখানে স্যারেরা সামলাতে ব্যাস্ত এমন সময় একজন ছাত্রকে দেখলাম সে এক শিক্ষকের গায়ে সজোরে লাথি মারলো কিন্তু স্যার বিষয় টা আমলে না এনে ব্যাস্ত হয়ে পড়লেন অন্য দিকে তো যা হোক দেখলাম লাথি মারছে ৷ এটা তাকে কে শিক্ষা দিলো?

0

আমরা একশ্রেণীর সৎ লোক দেখি যারা ধর্মভীরুদের কে ধর্মান্ধ বলি ৷ আচ্ছা এই ধর্মান্ধরা কি বয়সে বড় তার গায়ে হাত তুলতে বলে? আচ্ছা ধর্মের কথায় আসি সেখানে কি বলে ধর্ম বলে বড়দের সম্মান করো ছোটদের স্নেহ করো ৷ শিশু যখন মায়ের কোলে কথা বলতে শিখে তখন তাকে তার মা তাকে এভাবে বলে "আব্বু দেন" এখানে দেন ব্যাবহার করে কেনো? গতকাল এক নাস্তিকের লেখা পড়লাম তার ভাষ্য অনুযায়ি ধর্ম মানুষের প্রগতির পথে বড় বাধা ৷ আশ্চার্য! যে প্রগতি তাদের নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে আর সেটাকে তার মতে সভ্যতা? এ জাতি বড় ই অভাগা ৷ 』

দিগন্তের শেষ আলো

বিষয়: বিবিধ

৯১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File