সুখের সন্ধানে
লিখেছেন লিখেছেন অপরিচিত ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৬:৩৩ সকাল
সুখের সন্ধানে মরিয়া সবাই। তবে কিছু কিছু সুখ আছে যা আমাদের হাতের নাগালে কিন্তু আমরা অনুভব করি না।
১. ঠান্ডার দিনে যখন লেপ বা কম্বলের নিচে থাকি আর সেখান থেকে বেড় হলে যে কি কষ্ট সেই কষ্টর সময় লেপের নিচে বা কম্বলের নিচে পা দুটোকে ঢুকিয়ে নেয়াটি একটি সুখ।
২. প্রচন্ড গড়মে কাঁঠ ফাটা রোদে আমরা যখন একটু গাছের নিচে বা ছাতার নিচের দাড়াই তখন ছায়ার যে সুখ তা একটি সুখ।
৩. গড়মে জীবনটি বের হয়ে যাচ্ছেবস্থা। এমন সময় একটু ঠান্ডা পনি জীবনকে শান্ত করে তা একটি সুখ।
৪. প্রচন্ড ওয়াশরুমের চাপ পেয়েছে। এমন সময় ওয়াশরুম খুজে না পাওয়া যে কষ্ট তার বিপরীতে খুজে পাওয়াই সুখ।
৫. প্রচন্ড খিদে পেয়েছে এমন সময় একটু খাবার পাওয়াটি একটি সুখ।
৬. বাড়ি থেকে বেড় হয়ে অফিস বা ভার্সিটিতে যেতে বাসে একটি সিট পেয়ে বসে পাড় একটি সুখ।
৭. কোন মানুষকে বিপদের সময় হেল্প করা একটি সুখ।
৮. নদীর ধারে আনমনে বসে কিছু সময় কাটানো একটি সুখ।
৯. বাবা মায়ের সাথে হাসিমুখে কথা বলা একটু আদর পাওয়া একটি সুখ।
একটি গল্প মনে পড়লো। সৈয়দ মুজতবা আলীর লেখা।
এক হিন্দু পরিবার। তাদের পরীবারে পুরুষ মহিলা সবাই একজন দেবতার পুজা করে। সেই দেবতার নাম হনুমান।
ঐ পরিবারে হনুমানের পুজো ছাড়া অন্য কারো স্থান নাই। দিন রাত শুধু হনুমান আর হনুমান।
পরিবারে অবিবাহীত পুরুষটি হুনুমানের পুজো করে আর কাকুতি মিনুতি করে সে বলে "আমাকে একটি বউ দাও হনুমান"
হনুমান একবছড় ডাক শুনতে শুনতে বিরক্ত হয়ে তার কাছে এস বলে,
"বাছা, তুমি শুধু বউ বউ করো কেন? আমি যদি তোমাকে বউ এনেই দিতে পারতাম তাহলে কি আমি সারাটি জীবন কুমার থাকি?"
একেক জনের সুখ একেক রখম। কেউ পেলে সুখি, কেউ দিলে সুখি, আবার কেউ বা না দিতে পেরেই সুখি।
বিষয়: বিবিধ
১৯৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো-অনেক ধন্যবাদ।
ভালো লাগলো-অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন