সুখের সন্ধানে

লিখেছেন লিখেছেন অপরিচিত ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৬:৩৩ সকাল



সুখের সন্ধানে মরিয়া সবাই। তবে কিছু কিছু সুখ আছে যা আমাদের হাতের নাগালে কিন্তু আমরা অনুভব করি না।

১. ঠান্ডার দিনে যখন লেপ বা কম্বলের নিচে থাকি আর সেখান থেকে বেড় হলে যে কি কষ্ট সেই কষ্টর সময় লেপের নিচে বা কম্বলের নিচে পা দুটোকে ঢুকিয়ে নেয়াটি একটি সুখ।

২. প্রচন্ড গড়মে কাঁঠ ফাটা রোদে আমরা যখন একটু গাছের নিচে বা ছাতার নিচের দাড়াই তখন ছায়ার যে সুখ তা একটি সুখ।

৩. গড়মে জীবনটি বের হয়ে যাচ্ছেবস্থা। এমন সময় একটু ঠান্ডা পনি জীবনকে শান্ত করে তা একটি সুখ।

৪. প্রচন্ড ওয়াশরুমের চাপ পেয়েছে। এমন সময় ওয়াশরুম খুজে না পাওয়া যে কষ্ট তার বিপরীতে খুজে পাওয়াই সুখ।

৫. প্রচন্ড খিদে পেয়েছে এমন সময় একটু খাবার পাওয়াটি একটি সুখ।

৬. বাড়ি থেকে বেড় হয়ে অফিস বা ভার্সিটিতে যেতে বাসে একটি সিট পেয়ে বসে পাড় একটি সুখ।

৭. কোন মানুষকে বিপদের সময় হেল্প করা একটি সুখ।

৮. নদীর ধারে আনমনে বসে কিছু সময় কাটানো একটি সুখ।

৯. বাবা মায়ের সাথে হাসিমুখে কথা বলা একটু আদর পাওয়া একটি সুখ।

একটি গল্প মনে পড়লো। সৈয়দ মুজতবা আলীর লেখা।

এক হিন্দু পরিবার। তাদের পরীবারে পুরুষ মহিলা সবাই একজন দেবতার পুজা করে। সেই দেবতার নাম হনুমান।

ঐ পরিবারে হনুমানের পুজো ছাড়া অন্য কারো স্থান নাই। দিন রাত শুধু হনুমান আর হনুমান।

পরিবারে অবিবাহীত পুরুষটি হুনুমানের পুজো করে আর কাকুতি মিনুতি করে সে বলে "আমাকে একটি বউ দাও হনুমান"

হনুমান একবছড় ডাক শুনতে শুনতে বিরক্ত হয়ে তার কাছে এস বলে,

"বাছা, তুমি শুধু বউ বউ করো কেন? আমি যদি তোমাকে বউ এনেই দিতে পারতাম তাহলে কি আমি সারাটি জীবন কুমার থাকি?"

একেক জনের সুখ একেক রখম। কেউ পেলে সুখি, কেউ দিলে সুখি, আবার কেউ বা না দিতে পেরেই সুখি।

বিষয়: বিবিধ

১৯৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342451
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৬
আফরা লিখেছেন : আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সে অবস্থায় সন্তুষ্ঠ থাকতে পারাই প্রকৃত সুখ.
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৬
283851
অপরিচিত লিখেছেন : ত্যাগেই প্রকৃত সুখ। ভোগেই শুধু সুখ নয়।
ভালো লাগলো-অনেক ধন্যবাদ।
342460
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মাল্টি কালার সুখের ফিরিস্তি দিলেন সুন্দর করে....আসলে আমার সুখ হচ্ছে সব সময় সব বিষয়ে সস্থিতে থাকতে পারা...যদিও তা হয়ে উঠেনা...আসলে নির্লোভিতাই সুখি হতে পারার একটি কারন হতে পারে অল্পতে তুষ্ট থাকা...আসলে ঐযে আফরা বললনা...আলাকুল্লি হাল আলহামদুলিল্লাহ।
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৮
283865
অপরিচিত লিখেছেন : সুখের অনেক রং তবে ৬রংগের সুখ বাজে সুখ।
342464
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৬
হতভাগা লিখেছেন : অফিস শেষে বাসে চড়লেন এবং দেখলেন যে যে পথ জ্যামের কারণে ৩ ঘন্টা লাগতো পার হতে সেটা ৩৫ মিনিটেই পার হয়ে গেছেন
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৭
283864
অপরিচিত লিখেছেন : একদম নিজের মনের কথা বলে সুখি হলেন। এটিও একটি সুখ।
342471
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৫
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : হুম ঠিক বলেছেন!
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
283866
অপরিচিত লিখেছেন : মনে হল তাই লিখে ফেলাম দুই চারটি কিবোর্ড টাইপ। কাঁকড়া বকের পায়ের মতো এলমেলো।

ভালো লাগলো-অনেক ধন্যবাদ।
342507
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৭
আবু জান্নাত লিখেছেন : অনেক সুখের কথাই শুনলাম। তবে শারীরিক সুস্থতাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ। বিশ্বাস না হলে, অসুস্থ হয়ে দেখুন।
১৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৯
283880
অপরিচিত লিখেছেন : দামী পয়েন্ট। হ্যাঁ এই সুস্থতার চেয়ে বড় সুখ আর নেই। বিশ্বাস হয়েছে আমার।
342546
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৯
সামছুল লিখেছেন : আপনার লেখা পড়ে ভালো লাগলো একটি সুখ।
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২৪
283950
অপরিচিত লিখেছেন : ভালো লাগলো- অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File