যৌবনকাল:
লিখেছেন লিখেছেন মুহাম্মদ সাদিক হুসাইন ০৩ আগস্ট, ২০১৬, ০৬:৫৬:১৫ সকাল
যৌবনকাল হচ্ছে একজন মানুষের শ্রেষ্ঠ সময়। সাধারণ পরিভাষায় ১৮ থেকে ত্রিশ বছর বয়সকে ‘যৌবনকাল’ বলা হয়। জীবনের এ শ্রেষ্ঠ অধ্যায়ে নারী কিংবা পুরুষ একজন মানুষ যা করতে পারে তা জীবনের অন্য সময় করতে অক্ষম। একজন যুবক কিংবা যুবতী মানবতা, সমাজ ও দীনের জন্য যে ত্যাগ দিতে পারে তা সাধারণত: শিশু কিংবা বৃদ্ধ অবস্থায় দেয়া সম্ভব হয় না। এজন্য মহান আল্লাহ যৌবনকালকে খুবই গুরুত্ব দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, গণীমত মনে করো।’ কারণ মানুষ যৌবনে বেশি ভুল করে। সে ভুলের মাশুল দেয় সারা জীবন। পরকালেও এ যৌবনকাল সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রশ্ন করা হবে, ‘কোথায় কিভাবে কাটিয়েছো তোমার এ যৌবন ?’
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন