দক্ষতার বিকল্প নেই

লিখেছেন লিখেছেন মুহাম্মদ সাদিক হুসাইন ২১ এপ্রিল, ২০১৬, ১২:৪৪:২৩ দুপুর

বর্তমান বিশ্ব দক্ষতা ও পরিপক্কতার যুগ। যে যত দক্ষ ও পারফেক্ট তার তত দাম। প্রতিযোগিতার দৌড়ে যে ব্যক্তি তুলনামূলক সর্বাধিক পারফেক্ট ও পারদর্শী সেই টিকে থাকে অবশেষে। অথচ এ কথাটি মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসূল সা. আজ থেকে চৌদ্দশ’ বছর পূর্বেই বলেছেন। অর্থাৎ আল্লাহর প্রতিটি কাজ যেমন সর্বাধিক সুসংহত ও পরিপূর্ণ, তিনি পসন্দ করেন, বান্দার প্রতিটি কাজও যেন সুন্দরতম ও সর্বাধিক পরিপক্ক হয়।

মহান আল্লাহ বলেন,

(لقد خلقنا الإنسان في أحسن تقويم)

অর্থাৎ, ‘আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে।’ (সূরা ত্বীন: ৪)

(صُنْعَ اللهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ, إن الله خبير بما تفعلون)

অর্থাৎ ‘এটা আল্লাহর কারিগরী, যিনি সবকিছুকে করেছেন সুসংহত ও পরিপূর্ণভাবে। তোমরা যা কিছু করছ, তিনি তা অবগত আছেন।’ (সূরা নামল: ৮৮)

(مَّا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِن تَفَاوُتٍ)

অর্থাৎ, ‘তুমি করুণাময় আল্লাহ তা‘আলার সৃষ্টিতে কোনো তফাত বা অসমতা দেখতে পাবে না।’ (সূরা মুলক: ৩)

রাসূলুল্লাহ সা. বলেছেন,

(إِنّ اللَّهَ تَعَالى يُحِبّ إِذَا عَمِلَ أَحَدُكُمْ عَمَلاً أَنْ يُتْقِنَهُ)

অর্থাৎ, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা ভালোবাসেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করে, যেন সুসংহত ও পরিপূর্ণভাবেই করে।’ (বায়হাকি)

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366635
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর লিখাটির জন্য আপনাকে ধন্যবাদ
366671
২১ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : জাজাকাল্লাহ৷ ধন্যবাদ৷
366687
২১ এপ্রিল ২০১৬ রাত ১০:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
367371
২৮ এপ্রিল ২০১৬ সকাল ১১:৩৫
মুহাম্মদ সাদিক হুসাইন লিখেছেন : আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ।-দিল মোহাম্মদ মামুন, শেখের পোলা,রিদওয়ান কবির সবুজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File