রাসূল (ছা)-এর ছালাত
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন এরশাদ ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৮:২৪ রাত
আমলের মাধ্যমে ব্যক্তির পরিচয় ফুটে
উঠে এবং সে আল্লাহর পরীক্ষায়
উত্তীর্ণ হয়। সৎ আমল করা একজন মুসলিম
ব্যক্তির প্রধান দায়িত্ব। আর সেজন্যই
তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু
অধিকাংশ মানুষই আমলের বিশুদ্ধতা
যাচাইয়ের প্রয়োজন মনে করে না। যে
আমল সমাজে চালু সেটাই সকলে করছে।
এমনকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের
সর্বশ্রেষ্ঠ মাধ্যম ছালাতের ক্ষেত্রেও
তাই। কারণ প্রচলিত ছালাতের হুকুম-
আহকামের অধিকাংশই ত্রুটিপূর্ণ। ওযূ,
তায়াম্মুম, ছালাতের ওয়াক্ত, আযান,
এক্বামত, ফরয, নফল, বিতর, তাহাজ্জুদ,
তারাবীহ, জুম‘আ, জানাযা ও ঈদের
ছালাত সবই দূষিত ও ভুলে ভরা। ফলে
রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাতের সাথে
আমাদের ছালাতের অনেকাংশেই মিল
নেই। এর অন্যতম প্রধান কারণ হ’ল জাল ও
যঈফ হাদীছভিত্তিক আমল এবং মানুষের
রচিত মনগড়া বিধান। জাল ও যঈফ
হাদীছের করালগ্রাসে রাসূলুল্লাহ
(ছাঃ)-এর ছালাত সমাজ থেকে প্রায়
বিলীন হয়ে গেছে।
মূলত: বিশুদ্ধভাবে ছালাত আদায়ের গুরুত্ব
সম্পর্কে না জানার কারণেই এই করুণ
পরিণতি। এছাড়াও অনেকে বলে থাকে,
যারা ছালাত পড়ে না তাদের নিয়ে
কোন মাথা ব্যথা নেই; যারা ছালাত
আদায় করছে তাদেরই ভুল-ত্রুটি ধরা
নিয়ে ব্যস্ত। এই অজ্ঞতাও একটি কারণ।
অথচ ছালাতের প্রধান শর্তই হ’ল, রাসূল
(ছাঃ) যেভাবে ছালাত আদায় করেছেন
ঠিক সেভাবেই ছালাত আদায় করা। ১ এ
ব্যাপারে শরী‘আতের নির্দেশ অত্যন্ত
কঠোর। আল্লাহ তা‘আলা বলেন, ‘সুতরাং
দুর্ভোগ সেই মুছল্লীদের জন্য, যারা
ছালাতের ব্যাপারে উদাসীন, যারা
লোক দেখানোর জন্য আদায় করে’ (মাঊন
৪-৬) । রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘ক্বিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম
হিসাব নেওয়া হবে ছালাতের।
ছালাতের হিসাব শুদ্ধ হ’লে তার সমস্ত
আমলই সঠিক হবে আর ছালাতের হিসাব
ঠিক না হ’লে তার সমস্ত আমল বরবাদ
হবে’। ২
জনৈক ছাহাবী রাসূল (ছাঃ)-এর
উপস্থিতিতে তিনবার ছালাত আদায়
করেন। কিন্তু রাসূল (ছাঃ) তিনবারই
তাকে বলেন, তুমি ফিরে যাও ছালাত
আদায় কর, তুমি ছালাত আদায় করনি। ৩ ঐ
ব্যক্তি রাসূলের সাক্ষাতে তিন তিনবার
অতি সাবধানে ছালাত আদায় করেও তাঁর
পদ্ধতি মোতাবেক না হওয়া তা ছালাত
বলে গণ্য হয়নি। অন্য হাদীছে এসেছে,
হুযায়ফাহ (রাঃ) জনৈক ব্যক্তিকে
ছালাতে রুকূ-সিজদা পূর্ণভাবে আদায়
করতে না দেখে ছালাত শেষে তিনি
তাকে ডেকে বললেন, তুমি ছালাত আদায়
করনি। যদি তুমি এই অবস্থায় মারা যাও
তাহ’লে মুহাম্মাদ (ছাঃ)-কে যে
ফিতরাতের উপর আল্লাহ সৃষ্টি করেছেন
সেই ফিতরাতের বাইরে মারা যাবে। ৪
অন্য বর্ণনায় রয়েছে, হুযায়ফাহ প্রশ্ন
করলে সে জানায় যে, সে ৪০ বছর যাবৎ
ছালাত আদায় করছে। তখন তিনি উক্ত
মন্তব্য করেন। ৫ উক্ত দলীল সমূহ দ্বারা
প্রমাণিত হয় যে, বছরের পর বছর ছালাত
আদায় করেও কোন লাভ নেই। হবে না
যদি তা রাসূলের পদ্ধতি মোতাবেক
আদায় করা না হয়।
আরেকটি বিষয় লক্ষণীয় হ’ল, সমাজের
উপর এই ছালাত যেন কোন প্রভাব ফেলছে
না। অথচ আল্লাহ তা‘আলার দ্ব্যর্থহীন
ঘোষণা হ’ল, ‘নিশ্চয়ই ছালাত অন্যায় ও
অশ্লীল কর্ম থেকে বিরত রাখে’
(আনকাবূত ৪৫) । সমাজে মুছল্লীর সংখ্যা
বেশী হ’লেও অন্যায় কর্ম কিন্তু হ্রাস
পাচ্ছে না; বরং মসজিদ ও মুছল্লীর
সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও অন্যায়,
অপকর্ম ও দুর্নীতি কমেনি; বরং আরো
বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসাবে বলা
যায়, প্রচলিত ছালাতের কোন প্রভাব
সমাজে পড়ছে না। এই ছালাত দুনিয়াবী
জীবনে যদি কোন প্রভাব না ফেলে
তাহ’লে পরকালে কোন প্রভাব ফেলবে
কি?
অতএব প্রচলিত ছালাতে একাগ্রতাও নেই
বিশুদ্ধতাও নেই। সঠিক পদ্ধতিতে
ছালাত আদায় না করলে একাগ্রতা সৃষ্টি
হবে না। আর আল্লাহভীতি ও একনিষ্ঠতা
স্থান না পেলে সে পাপাচার থেকে
মুক্ত হবে না (বাক্বারাহ ২৩৮; মুমিনূন ২)
। তাই আমাদেরকে এই করুণ পরিণতি
থেকে উত্তরণের উপায় খোঁজে বের করতে
হবে। আর তা হ’ল রাসূল (ছাঃ)-এর
দেখানো সঠিক পদ্ধতিতে ছালাত আদায়
করা। এজন্য সকল ব্যক্তিস্বার্থ ও
মতামতকে ডিঙ্গিয়ে নিম্নের
বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে।
১. ছালাতের যাবতীয় আহকাম ছহীহ
দলীল ভিত্তিক হ’তে হবে। কারণ এটা
ইবাদতে তাওক্বীফী যাতে দলীল বিহীন
মনগড়া কোন কিছু করার সুযোগ নেই।
প্রমাণহীন কোন বিষয় পাওয়া গেলে তা
সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হবে। কত বড়
ইমাম, বিদ্বান, পন্ডিত বা ফক্বীহ
বলেছেন তা দেখার প্রয়োজন নেই। কারণ
প্রমাণহীন কথার কোন মূল্য নেই। আল্লাহ
তা‘আলা বলেন,
ﻓَﺎﺳْﺄَﻟُﻮْﺍ ﺃَﻫْﻞَ ﺍﻟﺬِّﻛْﺮِ ﺇِﻥْ ﻛُﻨْﺘُﻢْ ﻻَ ﺗَﻌْﻠَﻤُﻮْﻥَ - ﺑِﺎﻟْﺒَﻴِّﻨَﺎﺕِ ﻭَﺍﻟﺰُّﺑُﺮِ .
‘সুতরাং তোমরা যদি না জান তাহ’লে
স্পষ্ট দলীলসহ আহ’লে যিকিরদের
জিজ্ঞেস কর’ (নাহল ৪৩-৪৪) । রাসূলুল্লাহ
(ছাঃ) ও ছাহাবায়ে কেরাম সর্বদা
দলীলের ভিত্তিতেই মানুষকে আহবান
জানাতেন।৬
ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ চার
ইমামসহ মুহাদ্দিছ ওলামায়ে কেরামও
দলীলের ভিত্তিতে মানুষকে আহবান
জানিয়েছেন। ইমাম আবু হানীফা
(৮০-১৫০হিঃ) বলেন,
ﻟَﺎﻳَﺤِﻞُّ ﻟِﺄَﺣَﺪٍ ﺃَﻥْ ﻳَّﺄْﺧُﺬَ ﺑِﻘَﻮْﻟِﻨَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﻳَﻌْﻠَﻢْ ﻣِﻦْ ﺃَﻳْﻦَ ﺃَﺧَﺬْﻧَﺎﻩُ .
‘ঐ ব্যক্তির জন্য আমাদের কোন বক্তব্য
গ্রহণ করা হালাল নয়, যে জানে না
আমরা উহা কোথা থেকে গ্রহণ করেছি’।
৭ ইমাম শাফেঈ (১৫০-২০৪হিঃ) বলেন,
ﺇِﺫَﺍ ﺭَﺃَﻳْﺖَ ﻛَﻼَﻣِﻲْ ﻳُﺨَﺎﻟِﻒُ ﺍﻟْﺤَﺪِﻳْﺚَ ﻓَﺎﻋْﻤَﻠُﻮْﺍ ﺑِﺎﻟْﺤَﺪِﻳْﺚِ ﻭَﺍﺿْﺮِﺑُﻮْﺍ
ﺑِﻜَﻼَﻣِﻲْ ﺍﻟْﺤَﺎﺋِﻂَ .
‘যখন তুমি আমার কোন কথা হাদীছের
বরখেলাফ দেখবে, তখন হাদীছের উপর
আমল করবে এবং আমার কথাকে
দেওয়ালে ছুড়ে মারবে’। ৮ ইমাম মালেক
(৯৩-১৭৯হিঃ), ইমাম আহমাদ
(১৬৪-২৪১হিঃ) সহ অন্যান্য ইমামদের
বক্তব্যও একই।৯
২. জাল ও যঈফ হাদীছ দ্বারা প্রমাণিত
সকল প্রকার আমল নিঃসঙ্কোচে
নিঃশর্তভাবে বর্জন করতে হবে। কারণ
জাল ও যঈফ হাদীছ দ্বারা কোন শারঈ
বিধান প্রমাণিত হয় না। জাল হাদীছের
উপর আমল করা পরিষ্কার হারাম।১০ সে
কারণ ছাহাবায়ে কেরাম যঈফ ও জাল
হাদীছের বিরুদ্ধে সর্বদা সোচ্চার
ছিলেন। আস্থাহীন, ত্রুটিপূর্ণ, অভিযুক্ত,
পাপাচারী, ফাসিক শ্রেণীর লোকের
বর্ণনা তারা গ্রহণ করতেন না।
প্রসিদ্ধ চার ইমামসহ অন্যান্য
মুহাদ্দিছগণও এর বিরুদ্ধে ছিলেন। ইমাম
আবু হানীফা (রহঃ)-এর চূড়ান্ত মূলনীতি
ছিল যঈফ হাদীছ ছেড়ে কেবল ছহীহ
হাদীছকে অাঁকড়ে ধরা। তাই
দ্ব্যর্থহীনভাবে তিনি ঘোষণা করেন, ﺇِﺫَﺍ
ﺻَﺢَّ ﺍﻟْﺤَﺪِﻳْﺚُ ﻓَﻬُﻮَ ﻣَﺬْﻫَﺒِﻲْ ‘যখন হাদীছ ছহীহ হবে
সেটাই আমার মাযহাব’। ১১ ইমাম আহমাদ
বিন হাম্বল (রহঃ) বলেন,
ﺇِﻥَّ ﺍﻟْﻌَﺎﻟِﻢَ ﺇِﺫَﺍ ﻟَﻢْ ﻳَﻌْﺮِﻑِ ﺍﻟﺼَّﺤِﻴْﺢَ ﻭَﺍﻟﺴَّﻘِﻴْﻢَ ﻭَﺍﻟﻨَّﺎﺳِﺦَ
ﻭﺍﻟْﻤَﻨْﺴُﻮْﺥَ ﻣِﻦَ ﺍﻟْﺤَﺪِﻳْﺚِ ﻻَﻳُﺴَﻤَّﻰ ﻋَﺎﻟِﻤًﺎ .
‘নিশ্চয়ই যে আলেম হাদীছের ছহীহ-যঈফ
ও নাসিখ-মানসূখ বুঝেন না তাকে
আলেম বলা যাবে না’। ইমাম ইসহাক্ব
ইবনু রাওয়াহাও একই কথা বলেছেন।১২
ইমাম মালেক, শাফেঈ (রহঃ)-এর বক্তব্যও
অনুরূপ। ১৩
মুহাদ্দিছ যায়েদ বিন আসলাম বলেন,
ﻣَﻦْ ﻋَﻤِﻞَ ﺑِﺨَﺒْﺮٍ ﺻَﺢَّ ﺃَﻧَّﻪُ ﻛِﺬْﺏٌ ﻓَﻬُﻮَ ﻣِﻦْ ﺧَﺪَﻡِ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥِ .
‘হাদীছ মিথ্যা প্রমাণিত হওয়া সত্ত্বেও
যে তার উপর আমল করে সে শয়তানের
খাদেম’। ১৪
অতএব ইমাম হোন আর ফক্বীহ হোন বা
অন্য যেই হোন শরী‘আত সম্পর্কে কোন
বক্তব্য পেশ করলে তা অবশ্যই ছহীহ
দলীলভিত্তিক হ’তে হবে। (এ বিষয়ে
বিস্তারিত আলোচনা দ্রঃ ‘যঈফ ও জাল
হাদীছ বর্জনের মূলনীতি’ শীর্ষক বই) ।
৩. প্রচলিত কোন আমল শারঈ দৃষ্টিকোন
থেকে ভুল প্রমাণিত হ’লে সাথে সাথে
তা বর্জন করতে হবে এবং সঠিকটা গ্রহণ
করতে হবে। এক্ষেত্রে বিন্দুমাত্র
গোঁড়ামী করা যাবে না। পূর্বপুরুষরা এবং
বড় বড় আলেমগণ করে গেছেন, এখনো
সমাজে চালু আছে, বেশীর ভাগ আলেম
বলছেন এ সমস্ত জাহেলী কথা বলা যাবে
না।
ভুল হওয়া মানুষের স্বভাবজাত। মানুষ
মাত্রই ভুল করবে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়।
তবে ভুল করার পর যে সংশোধন করে নেয়
সেই সর্বোত্তম। আর যে সংশোধন করে
না সে শয়তানের বন্ধু। রাসূলুল্লাহ (ছাঃ)
বলেন,
ﻛُﻞُّ ﺍﺑْﻦِ ﺁﺩَﻡَ ﺧَﻄَّﺎﺀٌ ﻭَﺧَﻴْﺮُ ﺍﻟْﺨَﻄَّﺎﺋِﻴْﻦَ ﺍﻟﺘَّﻮَّﺍﺑُﻮْﻥَ
‘প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর
উত্তম ভুলকারী সে-ই যে তওবাকারী’। ১৫
সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ছাঃ)ও ভুল
করেছেন এবং সংশোধন করে নিয়েছেন।
১৬ সাহো সিজদার বিধানও এখান
থেকেই চালু হয়েছে। অনুরূপ চার
খলীফাসহ অন্যান্য ছাহাবীদেরও ভুল
হয়েছে।১৭ তাছাড়া অনেক সময় আল্লাহ
তা‘আলা এবং রাসূল (ছাঃ) কোন
বিধানকে রহিত করেছেন এবং তার স্থলে
অন্যটি চালু করেছেন (বাক্বারাহ ১০৬) ।
তখন সেটাই সকল ছাহাবী গ্রহণ
করেছেন। অতএব বড় বড় আলেমের ভুল হয়
না এই ধারণা চরম ভ্রান্তিপূর্ণ। তাই
সংশোধনের ক্ষেত্রে কখনো গোঁড়ামী
করা যাবে না। কারণ ভুল সংশোধন না
করে বাপ-দাদা বা বড় আলেমদের
দোহাই দেওয়া অমুসলিমদের স্বভাব
(বাক্বারাহ ১৭০; লোকমান ২১) ।
৪. খুঁটিনাটি বলে কোন সুন্নাতকে
অবজ্ঞা করা যাবে না: ইসলামের কোন
বিধানই খুঁটিনাটি নয়। অনুরূপ কোন
সুন্নাতই ছোট নয়। এ ধরনের ভ্রান্ত
আক্বীদা থেকে বেরিয়ে এসে রাসূল
(ছাঃ)-এর যেকোন সুন্নাতকে প্রতিষ্ঠা
করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হ’তে হবে।
কেননা রাসূল (ছাঃ)-এর সুন্নাতকে
অবজ্ঞা করা ও খুঁটিনাটি বলে তাচ্ছিল্য
করা অমার্জনীয় অপরাধ। সেই সুন্নাত
যতই সাধারণ বা হালকা হোক না কেন।
রাসূল (ছাঃ) ও ছাহাবীগণ এই
অবহেলাকে মুহূর্তের জন্যও বরদাশত
করেননি। রাসূলুল্লাহ (ছাঃ) একদা বারা
ইবনু আযেব (রাঃ)-কে ঘুমানোর দো‘আ
শিক্ষা দিচ্ছিলেন। তার এক অংশে
তিনি বলেন, ‘(হে আল্লাহ!) আপনার
নবীর প্রতি ঈমান আনলাম যাকে আপনি
প্রেরণ করেছেন’। আর বারা (রাঃ)
বলেন, ‘এবং আপনার রাসূলের প্রতি
ঈমান আনলাম যাকে আপনি প্রেরণ
করেছেন’। উক্ত কথা শুনে রাসূল (ছাঃ)
তার হাত দ্বারা বারার বুকে আঘাত করে
বলেন, বরং ‘আপনার নবীর প্রতি ঈমান
আনলাম যাকে আপনি প্রেরণ করেছেন’।
১৮ এখানে রাসূলুল্লাহ (ছাঃ) ‘নবীর’
স্থানে ‘রাসূল’ শব্দটিকে বরদাশত করলেন
না।
জনৈক ছাহাবী ছালাতের মধ্যে
সামান্যতম ত্রুটি করলে তিনি তাকে
ডেকে বলেন, হে অমুক! তুমি কি
আল্লাহকে ভয় কর না। তুমি কি দেখ না
কিভাবে ছালাত আদায় করছ? ১৯
রাসূলুল্লাহ (ছাঃ) একদিন ছালাতের জন্য
তাকবীরে তাহরীমা বলতে শুরু করেছেন।
এমতাবস্থায় দেখতে পেলেন যে, এক
ব্যক্তির বুক কাতার থেকে সম্মুখে একটু
বেড়ে গেছে তখন তিনি বললেন, হে
আল্লাহর বান্দারা! হয় তোমরা কাতার
সোজা করবে না হয় আল্লাহ তা‘আলা
তোমাদের চেহারা সমূহকে ভিন্নরূপ করে
দিবেন’। ২০
নবী (ছাঃ) একদা এক ব্যক্তিকে ডান
হাতের উপর বাম হাত রেখে ছালাত
আদায় করতে দেখে তিনি ডান হাতটাকে
বাম হাতের উপর করে দেন।২১
অতএব ছালাতের যেকোন আহকামকে
খুঁটিনাটি বলে অবজ্ঞা করা যাবে না।
বরং সেগুলো পালনে বাহ্যিকভাবে যেমন
নানাবিধ উপকার রয়েছে তেমনি অঢেল
নেকীও রয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘নিশ্চয়ই তোমাদের পিছনে রয়েছে
ধৈর্যের যুগ। সে সময় যে ব্যক্তি
সুন্নাতকে শক্ত করে অাঁকড়ে ধরে থাকবে
সে তোমাদের সময়ের ৫০ জন শহীদের
নেকী পাবে’। ২২ বর্তমানে যুগের প্রত্যেক
সুন্নাতের পাবন্দ ব্যক্তির জন্যই এই
সুসংবাদ।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি
(কাতারের মধ্যে দু’জনের) ফাঁক বন্ধ
করবে আল্লাহ তা‘আলা এর দ্বারা তার
মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য
জান্নাতে একটি ঘর তৈরি করবেন’। ২৩
যে ব্যক্তি ছালাতে স্বশব্দে আমীন
বলবে এবং তা ফেরেশতাদের আমীনের
সাথে মিলে যাবে তা পূর্বের পাপ সমূহ
ক্ষমা করা হবে।২৪
সবচেযে বড় বিষয় হ’ল, এই সুন্নাতগুলো
সমাজে চালু করতে শত শত হকবপন্থী
আলেমের রক্ত প্রবাহিত হয়েছে। ফাঁসির
কাষ্ঠে ঝুলতে হয়েছে, অন্ধ কারাগারে
জীবন দিতে হয়েছে, দীপান্তরে
কালাপানির ভাগ্য বরণ করতে হয়েছে।
যেমন বুকের উপর হাত বাঁধা, জোরে
আমীন বলা, রাফঊল ইয়াদায়েন করা
ইত্যাদি। আর সেই সুন্নাত সমূহকে তুচ্ছ-
তাচ্ছিল্য করা কত বড় অন্যায় তা ভাষায়
প্রকাশ করার প্রয়োজন নেই।
৫. সঠিক পদ্ধতিতে ছালাত আদায় করতে
গিয়ে দেখার প্রয়োজন নেই যে কতজন
লোক তা করছে, কোন মাযহাবে চালু
আছে, কোন ইমাম কী বলেছেন বা আমল
করেছেন কিংবা কোন দেশের লোক
করছে আর কোন দেশের লোক করছে না :
আল্লাহ প্রেরিত সংবিধান চিরন্তন। যা
নিজস্ব গতিতে চলমান। এই মহা সত্যকেই
সর্বদা অাঁকড়ে ধরে থাকতে হবে একাকী
হ’লেও। ইবরাহীম (আঃ) নানা যুলুম-
অত্যাচার সহ্য করে একাই সত্যের উপর
প্রতিষ্ঠিত ছিলেন। তাই তিনি বিশ্ব
ইতিহাসে মহা সম্মানিত হয়েছেন
(নাহল ১২০; বাক্বারাহ ১২৪) । সমগ্র
জগতের বিদ্রোহী মানুষরা তার সম্মান
ছিনিয়ে নিতে পারেনি। সংখ্যা কোন
কাজে আসেনি। মূলকথা হ’ল- অহীর
বিধান সংখ্যা, দেশ, অঞ্চল, বয়স, সময়,
মেধা কোন কিছুকে তোয়াক্কা করে না।
অনেকে বলতে চায় চার ইমামের পরে
মুহাদ্দিছগণের জন্ম। সুতরাং ইমামদের
কথাই গ্রহণযোগ্য। অথচ ছাহাবীরা
সুন্নাতকে অগ্রাধিকার দিতে বয়স্ক
ব্যক্তি উপস্থিত থাকা সত্ত্বেও মাত্র
৬/৭ বছরের বাচ্চাকে দিয়ে ছালাত
পড়িয়ে নিয়েছেন।২৫ ওমর (রাঃ) কনিষ্ঠ
ছাহাবী আবু সাঈদ খুদরীর নিকট থেকে
বাড়ীতে তিনবার সালাম দেওয়া
সংক্রান্ত হাদীছের পক্ষে সাক্ষী গ্রহণ
করেন। কারণ তিনি এই হাদীছ জানতেন
না।২৬ অতএব মহা সত্যের উপর কোন কিছুর
প্রাধান্য নেই। ইবনু মাসঊদ (রাঃ) বলেন,
‘হক-এর অনুসারী দলই হল জামা‘আত যদি
তুমি একাকী হও’। ২৭ অতএব হকপন্থী
ব্যক্তি একাকী হ’লেও সেটাই জান্নাতী
দল।
৬. কোন দল বা মাযহাবী স্বার্থকে
অগ্রাধিকার দেওয়ার জন্য কৌশল করে
কিংবা অপব্যাখ্যা করে ইলাহী
বিধানকে এড়িয়ে যাওয়া যাবে না :
উক্ত জঘন্য নীতির জয়জয়কার চলছে সহস্র
বছর ধরে। একশ্রেণীর মানুষ অণু পরিমাণ
জ্ঞান নিয়ে আল্লাহর জ্ঞানের উপর
প্রভাব খাটিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ
করছে। এই অপকৌশলের যে কী শাস্তি
তা তারা ভুলে গেছে। মূল শরী‘আতকে
উপেক্ষা করে দলীয় সিদ্ধান্ত ও
মাযহাবী নীতি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য
থাকলে বানী ইসরাঈলদের মত তাদের
উপর আল্লাহর গযব নেমে আসা
স্বাভাবিক। দাঊদ (আঃ)-এর সময় তারা
মহা সত্যকে না মেনে মিথ্যা কৌশলের
আশ্রয় নেওয়ার কারণেই তারা বানর ও
শূকরে পরিণত হয়েছিল এবং একই দিনে সব
ধ্বংস হয়ে গিয়েছিল (বাক্বারাহ ৬৫;
মায়েদা ৬০) । পবিত্র কুরআন ও ছহীহ
হাদীছের অপব্যাখ্যা করে মানুষকে যারা
বিভ্রান্ত করবে তাদের পরিণাম এমনই
হওয়া উচিত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘কুরআন তোমার পক্ষে দলীল হ’তে পারে
আবার বিপক্ষেও দলীল হ’তে পারে’। ২৮
সংশ্লিষ্ট প্রত্যেকের জানা উচিত যে,
শারঈ সিদ্ধান্তের ব্যাপারে আমি যাই
করি এবং যে উদ্দেশ্যেই করি অন্তরের
খবর আল্লাহ সবই জানেন (মুলক ১৩; আলে
ইমরান ১১৯) ।
নিম্নে আমরা ওযূ থেকে শুরু করে ফরয
ছালাতসহ অন্যান্য ছালাতে যে সমস্ত
জাল-যঈফ হাদীছ ও ত্রুটি-বিচ্যুতি
রয়েছে সেগুলো উল্লেখ করব এবং এর
সাথে সঠিক বিষয় সম্পর্কেও আলোকপাত
করব ইনশাআল্লাহ।
[চলবে]
১ . ইমাম আবু আব্দিল্লাহ মুহাম্মাদ বিন
ইসমাঈল আল-বুখারী, ছহীহ বুখারী
(রিয়ায: মাকতাবাতু দারিস সালাম,
১৯৯৯ খৃঃ/১৪১৭ হিঃ), হা/৬৩১; ছহীহ
বুখারী (করাচী ছাপা: ক্বাদীমী
কুতুবখানা, আছাহহুল মাতাবে‘ ২য়
প্রকাশ: ১৩৮১হিঃ/১৯৮১খৃঃ), ১ম খন্ড, পৃঃ
৮৮; মুহাম্মাদ ইবনু আব্দিল্লাহ আল-
খত্বীব আত-তিবরীযী, মিশকাতুল
মাছাবীহ, তাহক্বীক : শায়খ আলবানী
(বৈরুত: আল-মাকতাবুল ইসলামী,
১৯৮৫/১৪০৫), হা/৬৮৩, ১/২১৫ পৃঃ;
মাওলানা নূর মোহাম্মদ আজমী,
বঙ্গানুবাদ মিশকাত (ঢাকা: এমদাদিয়
পুস্তকালয়, আগস্ট ২০০২), হা/৬৩২, ২/২০৮
পৃঃ; ছহীহ বুখারী হা/৬০০৮, ৭২৪৬।
২ . আবুল ক্বাসেম সুলায়মান ইবনু আহমাদ
আত-তাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব
(কায়রো: দারুল হারামাইন, ১৪১৫),
হা/১৮৫৯; মুহাম্মাদ নাছিরুদ্দীন
আলবানী, সিলসিলাতুল আহাদীছ আছ-
ছহীহাহ হা/১৩৫৮।
৩. ছহীহ বুখারী হা/৭৫৭, ১/১০৪-১০৫;
মিশকাত হা/৭৯০; বঙ্গানুবাদ মিশকাত
হা/৭৩৪, ২য় খন্ড, পৃঃ ২৫০।
৪ . ছহীহ বুখারী হা/৭৯১; মিশকাত
হা/৮৮৪; বঙ্গানুবাদ মিশকাত হা/৮২৪।
৫ . ছহীহ সুনানে নাসাঈ, তাহক্বীক্ব :
মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী, (রিয়ায
: মাকতাবাতুল মা‘আরিফ, তাবি),
হা/১৩১২, ১/১৪৭ পৃঃ; ছহীহ ইবনে হিববান
হা/১৮৯৪, সনদ ছহীহ।
৬. সূরা ইউসুফ ১০৮; নাজম ৩-৪; হা-ক্কাহ
৪৪-৪৬; ছহীহ বুখারী হা/৫৭৬৫, ২য় খন্ড,
পৃঃ ৮৫৮, ‘চিকিৎসা’ অধ্যায়, অনুচ্ছেদ-৪৮;
আহমাদ ইবনু শু‘আইব আবু আব্দির রহমান
আন-নাসাঈ, সুনানুন নাসাঈ আল-কুবরা
(বৈরুত: দারুল কুতুব আল-ইলমিয়াহ,
১৪১১/১৯৯১), হা/১১১৭৪, ৬/৩৪৩ পৃঃ;
আব্দুল্লাহ ইবনু আব্দির রহমান আবু
মুহাম্মাদ আদ-দারেমী, সুনানুদ দারেমী
(বৈরুত: দারুল কিতাব আল-আরাবী, ১৪০৭
হিঃ), হা/২০২; সনদ হাসান, মিশকাত
হা/১৬৬; বঙ্গানুবাদ মিশকাত হা/১৫৯,
১/১২৩ পৃঃ; ছহীহ বুখারী হা/১৪৬৫, ১ম
খন্ড, পৃঃ ১৯৮, ‘যাকাত’ অধ্যায়,
অনুচ্ছেদ-৪৬; মুত্তাফাক্ব আলাইহ,
মিশকাত হা/৫১৬২।
৭ . ইবনুল ক্বাইয়িম, ই‘লামুল মুআক্কেঈন
আন রাবিবল আলামীন (বৈরুতঃ দারুল
কুতুব আল ইলমিয়াহ, ১৯৯৯৩/১৪১৪), ২য় খন্ড,
পৃঃ ৩০৯; ইবনু আবেদীন, হাশিয়া বাহরুর
রায়েক্ব ৬ষ্ঠ খন্ড, পৃঃ ২৯৩; মুহাম্মাদ
নাছিরুদ্দীন আলবানী, ছিফাতু
ছালাতিন নাবী (ছাঃ) মিনাত
তাকবীরি ইলাত তাসলীম কাআন্নাকা
তারাহু (রিয়ায: মাকতাবাতুল মা‘আরিফ,
১৯৯১/১৪১১), পৃঃ ৪৬।
৮. আল-খুলাছা ফী আসবাবিল ইখতিলাফ,
পৃঃ ১০৮; শাহ অলিউল্লাহ দেহলভী,
ইক্বদুল জীদ ফী আহকামিল ইজতিহাদ
ওয়াত তাক্বলীদ (কায়রো: আল-
মাতবাআতুস সালাফিয়াহ, ১৩৪৫হিঃ),
পৃঃ ২৭।
৯ . শারহু মুখতাছার খলীল লিল কারখী
২১/২১৩ পৃঃ; ইক্বদুল জীদ ফী আহকামিল
ইজতিহাদ ওয়াত তাক্বলীদ, পৃঃ ২৮।
১০. সূরা আন‘আম ১৪৪; আ‘রাফ ৩৩; হুজুরাত
৬; ছহীহ বুখারী হা/৫১৪৩ ও ৬০৬৪, ২/৮৯;
ইমাম আবুল হুসাইন মুসলিম বিন হাজ্জাজ
আল-কুশাইরী, ছহীহ মুসলিম (দেওবন্দ:
আছাহহুল মাতাবে‘ ১৯৮৬), হা/৬৫৩৬,
২/৩১৬; মিশকাত হা/৫০২৮, পৃঃ ৪২৭।
১১. আব্দুল ওয়াহহাব শা‘রাণী, মীযানুল
কুবরা (দিল্লীঃ ১২৮৬ হিঃ), ১ম খন্ড, পৃঃ
৩০।
১২. আলবানী, ছহীহ আত-তারগীব ওয়াত
তারহীব (রিয়ায: মাকতাবাতুল
মা‘আরিফ, ২০০০/১৪২১), ১/৩৯, ভূমিকা
দ্রঃ; আবু আব্দিল্লাহ আল-হাকিম,
মা‘রেফাতু উলূমিল হাদীছ, পৃঃ ৬০।
১৩. ছহীহ মুসলিম, মুক্বাদ্দামাহ দ্রঃ,
১/১২ পৃঃ, ‘যা শুনবে তাই প্রচার করা
নিষিদ্ধ’ অনুচ্ছেদ-৩; প্রফেসর ড.
মুহাম্মাদ আল-খত্বীব, আস-সুন্নাহ
ক্বাবলাত তাদবীন (রৈরুত: দারুল ফিকর,
১৯৮০/১৪০০), পৃঃ ২৩৭।
১৪. মুহাম্মাদ তাহের পাট্টানী,
তাযকিরাতুল মাওযূ‘আত (বৈরুত : দারুল
এহইয়াইত তুরাছ আল-আরাবী, ১৯৯৫/১৪১৫),
পৃঃ ৭; ড. ওমর ইবনু হাসান ফালাতাহ,
আল-ওয়ায‘উ ফিল হাদীছ (দিমাষ্ক :
মাকতাবাতুল গাযালী, ১৯৮১/১৪০১), ১ম
খন্ড, পৃঃ ৩৩৩।
১৫. ছহীহ তিরমিযী হা/২৪৯৯, ২/৭৬ পৃঃ;
মিশকাত হা/২৩৪১; বঙ্গানুবাদ মিশকাত
হা/২২৩২, ৫/১০৪ পৃঃ।
১৬ . মুত্তাফাক্ব আলাইহ, বুখারী
হা/১২২৯; মিশকাত হা/১০১৭; বঙ্গানুবাদ
মিশকাত হা/৯৫১, ৩/২৫ পৃঃ।
১৭. ইবনুল ক্বাইয়িম, ই‘লামুল মুআক্কেঈন
২/২৭০-২৭২।
১৮ . ﺁﻣَﻨْﺖُ ﺑِﻜِﺘَﺎﺑِﻚَ ﺍﻟَّﺬِﻱْ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﻭَﻧَﺒِﻴِّﻚَ ﺍﻟَّﺬِﻱ ﺃَﺭْﺳَﻠْﺖَ ﻗَﺎﻝَ
ﺍﻟْﺒَﺮَﺍﺀُ ﻓَﻘُﻠْﺖُ ﻭَﺑِﺮَﺳُﻮْﻟِﻚَ ﺍﻟَّﺬِﻱْ ﺃَﺭْﺳَﻠْﺖَ ﻗَﺎﻝَ ﻓَﻄَﻌَﻦَ ﺑِﻴَﺪِﻩِ ﻓِﻲْ
ﺻَﺪْﺭِﻱْ ﺛُﻢَّ ﻗَﺎﻝَ ﻭَﻧَﺒِﻴِّﻚَ ﺍﻟَّﺬِﻱْ ﺃَﺭْﺳَﻠْﺖَ -তিরমিযী
হা/৩৩৯৪, ২/১৭৬-১৭৭, ‘দো‘আ সমূহ’
অধ্যায়, ‘ঘুমানোর জন্য বিছানায় গিয়ে
দো‘আ পড়া’ অনুচ্ছেদ; ছহীহ বুখারী
হা/৬৩১১, ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৮৩,
অনুচ্ছেদ-৬; ছহীহ মুসলিম হা/৭০৫৭।
১৯. আহমাদ হা/৯৭৯০, সনদ ছহীহ,
মিশকাত হা/৮১১; বঙ্গানুবাদ মিশকাত
হা/৭৫৫।
২০ . ﺧَﺮَﺝَ ﻳَﻮْﻣًﺎ ﻓَﻘَﺎﻡَ ﺣَﺘَّﻰ ﻛَﺎﺩَ ﻳُﻜَﺒِّﺮُ ﻓَﺮَﺃَﻯ ﺭَﺟُﻼً ﺑَﺎﺩِﻳًﺎ ﺻَﺪْﺭُﻩُ
ﻣِﻦَ ﺍﻟﺼَّﻒِّ ﻓَﻘَﺎﻝَ ﻋِﺒَﺎﺩَ ﺍﻟﻠَّﻪِ ﻟَﺘُﺴَﻮُّﻥَّ ﺻُﻔُﻮْﻓَﻜُﻢْ ﺃَﻭْ ﻟَﻴُﺨَﺎﻟِﻔَﻦَّ
ﺍﻟﻠَّﻪُ ﺑَﻴْﻦَ ﻭُﺟُﻮْﻫِﻜُﻢْ -ছহীহ মুসলিম হা/১০০৭,
১/৮২ পৃঃ, ‘ছালাতে কাতার সোজা করা’
অনুচ্ছেদ; মিশকাত হা/১০৮৫; বঙ্গানুবাদ
মিশকাত হা/১০১৭।
২১. ﻋَﻦْ ﺟَﺎﺑِﺮٍ ﻗَﺎﻝَ ﻣَﺮَّ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ
ﺑِﺮَﺟُﻞٍ ﻭَﻫُﻮَ ﻳُﺼَﻠِّﻲ ﻭَﻗَﺪْ ﻭَﺿَﻊَ ﻳَﺪَﻩُ ﺍﻟْﻴُﺴْﺮَﻯ ﻋَﻠَﻰ ﺍﻟْﻴُﻤْﻨَﻰ
ﻓَﺎﻧْﺘَﺰَﻋَﻬَﺎ ﻭَﻭَﺿَﻊَ ﺍﻟْﻴُﻤْﻨَﻰ ﻋَﻠَﻰ ﺍﻟْﻴُﺴْﺮَﻯ -মুসনাদে
আহমাদ হা/১৫১৩১; ছহীহ আবুদাঊদ
হা/৭৫৫, সনদ হাসান।
২২ . ﺇِﻥَّ ﻣِﻦْ ﻭَﺭَﺍﺋِﻜُﻢْ ﺯَﻣَﺎﻥَ ﺻَﺒْﺮٍ ﻟِﻠﻤُﺘَﻤَﺴِّﻚِ ﻓِﻴْﻪِ ﺃَﺟْﺮُ ﺧَﻤْﺴِﻴْﻦَ
ﺷَﻬِﻴﺪًﺍ ﻓَﻘَﺎﻝَ ﻋُﻤَﺮُ ﻳَﺎ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠَّﻪِ، ﻣِﻨَّﺎ ﺃَﻭْ ﻣِﻨْﻬُﻢْ؟ ﻗَﺎﻝَ ﻣِﻨْﻜُﻢْ.
-তাবারাণী, আল-মু‘জামুল কাবীর
হা/১০২৪০; মুহাম্মাদ নাছিরুদ্দীন
আলবানী, সিলসিলাতুল আহাদীছ আছ-
ছহীহাহ ওয়া শাইয়ুন মিন ফিক্বহিহা
ওয়া ফাওয়াইদিহা (বৈরুতঃ আল-
মাকতাবাতুল ইসলামী, ১৯৮৫/১৪০৫),
হা/৪৯৪; সনদ ছহীহ, ছহীহুল জামে‘
হা/২২৩৪।
২৩. ﻣَﻦْ ﺳَﺪَّ ﻓَﺮْﺟَﺔً ﻓِﻲْ ﺻَﻒٍّ ﺭَﻓَﻌَﻪُ ﺍﻟﻠﻪُ ﺑِﻬَﺎ ﺩَﺭَﺟَﺔً ﻭَﺑَﻨَﻰ ﻟَﻪُ
ﺑَﻴْﺘًﺎ ﻓِﻲ ﺍﻟْﺠَﻨَّﺔِ -তাবারাণী, আওসাত্ব
হা/৫৭৯৭; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ
হা/১৮৯২।
২৪ . ছহীহ বুখারী, তা‘লীক্ব ১/১০৭ পৃঃ,
হা/৭৮০ ও ৭৮২; ছহীহ মুসলিম হা/৯৪০, ৯৪২
১/১৭৬।
২৫ . ছহীহ বুখারী হা/৪৩০২, ‘মাগাযী’
অধ্যায়-৬৭, অনুচ্ছেদ-৫০, ২/৬১৫-৬১৬;
মিশকাত হা/১১২৬।
২৬. ছহীহ মুসলিম হা/৫৬২৬, ২/২১০ পৃঃ,
‘আদব’ অধ্যায়, ‘অনুমতি’ অনুচ্ছেদ-৭;
মিশকাত হা/৪৬৬৭; বঙ্গানুবাদ মিশকাত
হা/৪৪৬২ ৯/১৯ পৃঃ।
২৭ . ﺇِﻥَّ ﺍﻟْﺠَﻤَﺎﻋَﺔَ ﻣَﺎ ﻭَﺍﻓَﻖَ ﺍﻟْﺤَﻖَّ ﻭَ ﺇِﻥْ ﻛُﻨْﺖَ ﻭَﺣْﺪَﻙَ -ইবনু
আসাকির, তারীখু দিমাষ্ক ১৩/৩২২ পৃঃ;
সনদ ছহীহ, আলবানী, মিশকাত হা/১৭৩-
এর টীকা দ্রঃ, ১/৬১ পৃঃ; ইমাম লালকাঈ,
শারহু উছূলিল ই‘তিক্বাদ ১/১০৮ পৃঃ।
২৮ . ছহীহ মুসলিম হা/৫৫৬, ১/১১৮ পৃঃ
‘পবিত্রতা’ অধ্যায়, অনুচ্ছেদ-১।
বিষয়: সাহিত্য
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন