ভারতীয় উপমহাদেশে যত ফতোয়াবাজদের আনাগোনা

লিখেছেন লিখেছেন মোঃ আনোয়ার হুসাইন ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৫:০৯ সন্ধ্যা

আজকে বাংলাদেশ প্রতিদিনে

দেখলাম এ আর রহমানের বিরুদ্ধে

ফতোয়া দিয়েছে মুম্বাইয়ের সুন্নি

গোষ্ঠী 'রাজা আকাডেমি'। একই

ফতোয়া দেয়া হয়েছে ইরানের

পরিচালক মাজিদ মাজিদের

বিরুদ্ধে। হযরত মুহাম্মদ (স.) জীবনী

নিয়ে নির্মিত 'মুহাম্মদ :

ম্যাসেঞ্জার অফ গড' এর প্রেক্ষিতে

এই ফতোয়া দেয়া হয়।

:

আসলে আমি আর কি বলব। কিছু গোষ্ঠী

আছে তাদের কামি শুধু ফতোয়া

দেয়া। এরা আসলে ইসলামের জন্য

কিছু করেনা। আর যারা করে তাদের

বিরুদ্ধে ফতোয়া প্রসব করাই এদের

কাজ।

:

ড. জাকির নায়েক এক অনুষ্ঠানে

বলেন, উক্ত ছবিটি দেখে অনেক

অমুসলিম মুসলমান হয়েছে। যেখানে

মহানবী (স.) কে না দেখিয়ে ছবি

করা তারই উৎকৃষ্ট উদাহরণ ছবিটি।

:

যখন মোহাম্মদ (স.) কে বিদ্রুপ করা হয়।

যখন ইসলামকে আঘাত দিয়ে ছবি

নির্মাণ করা হয়। সেই ছবি আবার

টেলিভিশনের পর্দায় দেখানো হয়।

তখন এদেরকে খুজে পাওয়া যায়না।

:

আমার মনে হয় তারা ইহুদি

খ্রিস্টানের কোন এজেন্ডা

বাস্তবায়ন করতে চায়।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341559
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০১
কাহাফ লিখেছেন :
অবস্হা-কাল ও পারিপার্শিকতা বিবেচনায় 'ফতোয়া' প্রদান জরুরী!
সময়ের বিবর্তনে শরীয়তের কিছু হুকুমও পরিবর্তিত হয়! বিষয়টা খেয়াল রাখা অবশ্যই উচিৎ!
তবে,ইহুদী-নাছারাদের এজেন্ডা বাস্তবায়ণে কাজ করছে ফতোয়াদাতারা-এই কথার সাথে একমত হতে পারলাম না!
আল্লাহু আ'লাম!!
২০ নভেম্বর ২০১৫ রাত ১০:০২
290991
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : কিন্তু এই ভাবে একজন ইসলামি স্কলারকে ইহুদি খ্রিস্টান বলার মানে কি? যাকে সৌদি আরব পুরষ্কার দিচ্ছে। তাহলে আমরা কি তাদের থেকে বড় আলেম।
341727
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ডাঃ জাকির নায়েক যে ছবিটির ব্যপারে মন্তব্য করেছেন সেটা ইরানের নির্মিত ছবি নহে.... ওটা অনেক আগে বানানো হয়েছে ঐ ছবির নাম ছিলো দ্যা মেসেজ।
২০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫৯
290989
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : ধন্যবাদ তথ্যটি দেয়ার জন্য। ছবিটির নাম ঐ সময় মনে ছিল না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File