মৃত্যুর পূর্বে ৪ জন ফেরেস্তা যেভাবে জানিয়ে দিবে মৃত্যুর সংবাদ

লিখেছেন লিখেছেন হৃদয়ে বাংলাদেশ ১১ এপ্রিল, ২০১৬, ০৪:২৫:২৩ বিকাল

হাদীস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ বের হবার সময় ঘনিয়ে আসে, তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন “আসসালামু আলাইকুম” হে অমুক! আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম। কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেক পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে হয়ত এখনই তোমাকে মরণ সুধা পান করতে হবে। পৃথিবীতে তুমি আর বেশীক্ষণ থাকবে না।

অত:পর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা! আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সবৃত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি বিদায় হলাম।

অত:পর তৃতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা! আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না। সুতরাং আমি বিদায় নিচ্ছি।

চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন হে আল্লাহ বান্দা! আমি তোমার শ্বাস-প্রস্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম। কিন্তু আজ পৃথিবীর এমন কোন জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস-প্রশ্বাস গ্রহণ করতে পার। সুতরাং আমি বিদায় নিচ্ছি।

অত:পর কেরামান কাতেবীন ফেরশতাদ্বয় এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা! আমরা তোমার পাপ-পূণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম। কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোন পাপ-পূণ্য খুঁজে পেলাম না। সুতরাং আমরা বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা! এর দিকে লক্ষ্য কর। সে দিকে লক্ষ্য করামাত্র তার সর্বাঙ্গে ঘর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ঐ লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বার বার দেখতে থাকবে। অত:পর কেরাম কাতেবীন প্রস্থান করবেন। তখনই মালাকুল মউত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আযাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন। তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন, আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন। কন্ঠ পর্যন্ত আত্মা পৌঁছলে স্বয়ং যমদূত তা কবজ করবেন।

বিষয়: বিবিধ

১৬৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365371
১১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৯
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

মহান আল্লাহ, সেই কঠিন মুহুরতে
আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু বরন করার তৌফিক দান করোন, আমিন
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৫
303244
হৃদয়ে বাংলাদেশ লিখেছেন : আমীন
365374
১১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৩
শফিউর রহমান লিখেছেন : হাদীসের রেফারেন্স দিলে ভাল হতো।

"যমদূত" জিনিসটা কি এবং কোথায় পেলেন এই ভাষা?
সমস্ত লেখাটা হাদিসের আলোকে লিখলেন কিন্তু শেষে এসে জমদূত নিয়ে আসলেন। হাদীসের কোথাও কি জমদূত বলে কিছু আছে?

এই জমদূত ব্যবহার করা হয় হিন্দু সংস্কৃতিতে। এখানে সেটাকে টেনে আনা কি জরুরী ছিল?
365393
১১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
আবু জান্নাত লিখেছেন : সুন্দর লিখাটির জন্য জাযাকাল্লাহ খাইর
রেফারেন্স জানাবেন কিন্তু। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ
365397
১১ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৩
এ,এস,ওসমান লিখেছেন : জাযাকাল্লাহু খাইর
365406
১১ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৭
শেখের পোলা লিখেছেন : সুবহানাল্লাহ৷ আল্লাহ যেন এ পরিস্থিতীতে সহজে উৎরে দেন৷ ধন্যবাদ৷
365452
১২ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৭
আফরা লিখেছেন : হে আল্লাহ !আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু বরন করার তৌফিক দান করুন, আমিন
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৭
303245
হৃদয়ে বাংলাদেশ লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File