গানে ও বাস্তবতায় কেন কেন কেন?
লিখেছেন লিখেছেন সত্যের আহ্বান ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪১:৪৮ সকাল
কেন নারীনেত্রীর কাজের মেয়েটি হচ্ছে নির্যাতিতা?
কেন অচিকিৎসায় ধুকে মরে ডাক্তার পুত্রের পিতা?
কেন সারা মাস খেটে স্কুল শিক্ষক বেতন পায়না তার?
কেন ছয়-চার মেরে লাখ টাকা পায় সামান্য খেলোয়ার?
কেন দুমাস যেতেই মহাসড়কের আস্তর যায় ফেটে?
কেন মিছে মামলার ফাদে বেকুসুর মরবে হাজত খেটে?
কেন রাজার ছেলেই রাজা হয়ে যায় পীরের ছেলেই পীর?
কেন স্বার্থান্বেষী এনজিওগুলো এদেশেই করে ভিড়?
কেন বিদেশী প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার?
কেন দাদারা গোপনে ওপারে পাঠায় এপারের রোজগার?
কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়েই বানাবে অট্টালিকা?
কেন কেন কেন?
আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা?
কেন মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর-বেনামাজী?
কেন এলাকার ত্রাস খুনি-লম্পট টাকার গরমে হাজী?
কেন মিছে নবুয়ত দাবিদারদের মুসলিম হবে বলা?
কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথচলা?
কেন মহাপন্ডিত রাজনৈতিকরা পায়না ঘরের ভোট?
আবার সাড়ে দশজন নেতা মিলে হয় এগারো দলের জোট?
কেন নাস্তিক-জোচ্চরদের ঘরে মদের আড্ডা বসে?
কেন কলকাতা গিয়ে ইহাদের গালে তসলিমা চড় কষে?
কেন ধর্মের সাথে গাদ্দারী করে মুরতাদ পায় ছাড়?
কেন টকশোতে চলে জ্ঞানপাপীদের অবাধ মিথ্যাচার?
কেন জোরপূর্বক স্বীকারোক্তির জন্য অত্যাচার?
কেন সুদি মহাজন শান্তিতে পাবে নোবেল পুরস্কার?
কেন কেন কেন?
কেন বাংলা ভাষার দিনটিকে বলি একুশ ইংরেজীতে?
কেন শিল্পের নামে মন্দ চর্চা চলছে এফডিসিতে?
কেন মিনার-মাজার সৌধ বৃথাই দিবসের ফুল গোজা?
কেন চেতনার নামে মানবমুর্তি-ভার্স্কযের পূজা?
কেন বৃটিশ আইনে করছে বিচার বাংলাদেশের কাজী?
আবার পাবলিক প্লেসে কেউবা করছে অযথাই বোমাবাজী?
কেন বাংলাদেশের স্থপতী হবেন বাঙ্গালী জাতীর পিতা?
কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে ত্রিশ লক্ষ বৃথা?
কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালী-বাংলাদেশী?
কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায় সীমানার প্রতিবেশী?
কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান,
কেন রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান?
কেন কেন কেন?
কেন ডিস কালচার উপহার দেবে অসভ্য এক জাতি?
কেন বিদ্যার ব্যাগ হাটুতে ঝুলিয়ে ছাত্ররা মারে লাথি?
কেন মদীনা, ছকীনা-করিমার গায়ে কারিনা কাপুর জামা?
কেন হৃত্তিক সেজে রফিক বাধায় অযথাই হাঙ্গামা?
কেন সুন্দরী প্রতিযোগীতার নামে নারীকে পণ্য করা?
কেন ফ্যাশানের নামে উগ্র নারীর উদ্ভট নড়াচড়া?
কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেসমাত?
কেন পত্রিকা জুড়ে ফালতু মডেল নায়িকার উৎপাত?
কেন বৈশাখ এলেই পাঞ্জাবী আর ইলিশ-পান্তাভাত?
আবার নারী-মদ নিয়ে কাটে ইংরেজি নববর্ষের রাত?
যদি মর্ডান যুগে তাসবি খতম তাবিজ-কবজ বাদ,
কেন মঙ্গলপ্রদীপ,তিলক-ঢোলক-রাখীর আর্শিবাদ?
কেন কেন কেন?
যে প্রজাতন্ত্রে মুসলিম হল নব্বইভাগ প্রজা,
সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা ?
যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত,
কেন থিয়েটার উদ্বোধনের আগে কোরআনের তিলাওয়াত?
কেন ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্রগুদাম রেখে,
সরকার কাঁপে মাদ্রাসা পড়া মাওলানাদের দেখে?
কেন মৌলবাদের অপবাদ সয়ে বাচঁবে মুসলমান?
কেন সন্ত্রাস নামে অভিহিত হবে জিহাদের আহ্বান?
যদি এদেশেই চলে পুজিঁবাদ আর কমিউনিজম প্রীতি,
তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি?
যদি এদেশেই মেটে দিল্লি-মস্কো-ওয়াশিংটনের স্বাদ,
তবে মক্কার জ্যোতি মুহাম্মদের ইসলাম কেন বাদ?
কেন কেন কেন?
মূল শিল্পী: মুহিব খান, সম্পাদিত।
বিষয়: বিবিধ
১৮৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন