জ্ঞানের কথা ও জ্ঞানীর কথা

লিখেছেন লিখেছেন সত্যের আহ্বান ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪০:৫৬ সন্ধ্যা

১.রাগ হল এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়।

২.গোপন বিষয় দু-জনকে অতিক্রম করলে ছড়িয়ে পড়ে।

৩.স্ত্রীকে (বা স্বামীকে) যদি আপনি কেবল তার গুনাগুণ দেখে ভালবাসেন তবে তা প্রকৃত ভালবাসা নয়। প্রকৃত ভালবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালবাসবেন।

৪.আমাদের জীবনের অধিকাংশ সমস্যা হয় দুটি কারণে: (ক) আমরা অনেক সময় চিন্তা না করেই কাজ করি। (খ) আবার অনেক সময় কাজ না করে শুধু চিন্তা করি।

৫.জনৈক মনীষী বলেন: “সাফল্যের মূল রহস্য কি তা জানি না। কিন্তু ব্যর্থতার মূল রহস্য হল, সবাইকে খুশি করা চেষ্টা করা।”

৬.চারটি জিনিস মর্যাদা বৃদ্ধি করে: (ক) ধৈর্য ও সহনশীলতা (খ) বিনয় (গ) উদারতা (ঘ) সুন্দর ব্যবহার

৭.চারটি জিনিস মহত্বের পরিচায়ক: (ক) মানুষের উপকার করা (অর্থ, শ্রম, বুদ্ধি ও পরামর্শ দেয়ার মাধ্যমে) (খ) মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা (গ) কারো ভালো কাজের পুরষ্কার যথাসম্ভব দ্রুত দেওয়া (ঘ) কাউকে শাস্তি দেয়ার প্রয়োজন হলে তাড়াহুড়া না করা।

৮.চারটি কাজ নীচু স্বভাবের পরিচায়ক: (ক) গোপন কথা ফাঁস করে দেওয়া (খ) বিশ্বাসঘাতকতা করা (গ) অসাক্ষাতে অন্যের দোষ আলোচনা করা (ঘ) প্রতিবেশী বা সঙ্গীর সাথে খারাপ আচরণ করা

৯.জ্ঞানীরা চারটি জিনিস থেকে দূরে থাকে: (ক) যে কোন কাজে তাড়াহুড়া করা (খ) সিদ্ধান্তহীনতায় ভোগা (গ) অহংকার দেখানো (ঘ) গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করা

(মূল: আব্দুল্লাহিল হাদী, সম্পাদিত)

বিষয়: বিবিধ

১৫৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File