কুরবানির মধ্যে ধর্ম টেনে আনবেন না
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নেছার উদ্দিন ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৯:০১ সন্ধ্যা
হুজুর যখন এক মুরুব্বিকে বলছিলো, আপনি আজকে কুরবানি করছেন। কিন্তু, আপনি সারাবছর নামাজ আদায় করেন নাই। কুরবানির চাইতে তো নামাজের গুরুত্ব বেশী। তখন ঐ মুরুব্বি জবাব দিলো, আরে হুজুর কুরবানির মধ্যে ধর্ম টেনে আনবেন না তো। এই ধরনের লোকের অভাব নেই। যারা কুরবানির মধ্যে ধর্মকে টেনে আনতে চাই না। ইদ মুসলমানদের ধর্মীয় উৎসব হলেও বর্তমানে আমাদের দেশে ইদ হচ্ছে অর্থ সম্পদ দেখানোর শ্রেষ্ঠ উৎসব। ইদে ধনী গরীবের ভেদাভেদ দুর হওয়ার কথা থাকলেও, ইদে সবচাইতে বেশী ভেদাভেদ তৈরী হয় ধনী এবং গরীবের। ইদুল ফিতরের সময় এই ভেদাভেদ তৈরী হয় পোষাক নিয়ে। ইদ উপলক্ষ্যে কে কত দামী পোষাক কিনতে পারে। এই ধরনের প্রতিযোগিতার ধুম পড়ে যায়। ইদুল আজহার সময় সেটা কনভার্ট হয় পশুতে। কে কত দামী পশু কিনতে। কে কত দামী পশু কিনতে পারে, কে কত বড় পশু কিনতে পারে। এইসব নিয়ে পড়ে থাকতে গিয়ে এরা ভুলে যায় এটি একটি ধর্মীয় উৎসব। এই উৎসব খ্যাতি, অর্থ, সম্পদ দেখানোর জন্য নয়। এই উৎসবে ধনী গরীবের ভেদাভেদ থাকে না, থাকতে নেই। যার ফলে এরা কুরবানিকেও পরিণত করে ফ্যাশনে। আর যখন কেউ এসে কুরবানি এবং ধর্মকে মিলিয়ে কোন কথা বলতে যায়। তখন এরা বলে কুরবানির মধ্যে ধর্মকে টেনে আনবেন না। অথচ, এই কুরবানি ধর্মেরই অংশ। যা আর্থিকভাবে স্বচ্ছল ব্যাক্তিদের উপর ওয়াজিব করা হয়েছে। ইন্না মাল আমালু বিন্নয়্যাত। প্রতিটা কাজ ব্যাক্তির নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা যারা কুরবানির সাথে ধর্মের সম্পর্কই খুজে পায়না। যারা কুরবানির মধ্যে ধর্মকে টেনে আনতে চাই না। তাদের কুরবানি কি আল্লাহ কবুল করবেন।
মোহাম্মাদ নেছার উদ্দিন
সভাপতি, বাংলাদেশ ইউনাইটেড কালচারাল ফোরাম।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন