শেষ বয়সে বামপন্থী থেকে ডানপন্থী হওয়ার রহস্য
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নেছার উদ্দিন ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৯:১৯ রাত
আমাদের দেশে যারা মুসলিম ঘরে জন্ম নিয়ে বামপন্থী হয়েছে, তাদের বেশীরপভাগ শেষ জীবনে গিয়ে ডানপন্থী হয়ে গেছে কাজী নজরুল, কবি আল মাহমুদ, সেলিম আল দীন তার বড় প্রমাণ। আসলে এরা অন্তর থেকে ধর্মে বিশ্বাসী। কিন্তু, পৃথিবীতে বিখ্যাত হওয়ার একটা প্রচেষ্টা থাকে। তাই ডানপন্থী মতবাদে বিশ্বাসী হয়েও, বামপন্থী হিসেবে নিজেকে প্রমাণের চেষ্টা করেন। অনেকে অবশ্যই এটাকে রোজগারের পেশা হিসেবেও নিয়েছেন। যে কাজী নজরুল বামপন্থী মতবাদ নিয়ে তার চার সন্তানের নাম রেখেছিলেন হিন্দু এবং মুসলিম নামের সমন্বয়ে। বিয়ে করেছিলেন প্রমিলা দেবীকে। সেই নজরুলই লিখেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। মাদরাসা থেকে পড়ালেখা করে জহির রায়হান প্রবেশ করেছিলো বামপন্থী রাজনীতিতে। আর হয়ে উঠেছিলেন দেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। সেলিম আল দীন তো দেশের শ্রেষ্ঠ নাট্যকারের খাতায় নাম লিখিয়ে নিয়েছেনই। অথচ এরা যদি জীবনের শুরু থেকে ডানপন্থী পরিচয় নিয়ে সামনের দিকে এগোনের চেষ্টা করতেন। তাহলে কিন্তু, তারা বিখ্যাত হতেন না। এর মানে এই নয় যে, তারা ডানপন্থী বলে তাদের যৌগ্যতা তৈরী হয়নি। মুলত বিষয়টা হচ্ছে মিডিয়া। বামপন্থীদের দখলে আর কিছু থাক বা না থাক মিডিয়া দখলে থাকে। যার ফলে বামপন্থী কুকুরও মিডিয়ার সাপোর্ট পায়। আল মাহমুদকে বর্তমান সময়ের সেরা কবি বলা হয়। কিন্তু, মিডিয়া নির্মলেন্দু গুন কিংবা রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কে নিয়ে যতটা সরব তার দশ ভাগের এক ভাগও আল মাহমুদ কে নিয়ে নয়। কারন, খুব বেশী কিছু নয়। কারন হচ্ছে বর্তমানে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আর নির্মলেন্দু গুনেরা বামপন্থী রাজনীতির সাথে জড়িত থাকলেও আল মাহমুদ ডানপন্থী। যার ফলে আল মাহমুদ এখন অনেক টা পর্দার আড়ালে। এইসব কারনগুলো তরুন কবি, সাহিত্যকে কিংবা চলচ্চিত্র জগতের কোন ব্যাক্তির নজরে যখন আসবে তখন সে ভাববে যে, বামপন্থী না হলে মিডিয়ার সাপোর্ট পাওয়া যাবে না। আর মিডিয়ার সাপোর্ট পাওয়ার জন্য বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হয়ে যান। যার ফলে তাদের যৌগ্যতা থাকলে তো তার কদর হচ্ছে, না থাকলে কদর করার চেষ্টা করছে। কিন্তু, যখন বামপন্থী অবস্থানের মধ্য দিয়ে নিজেকে বিখ্যাত বানানোর কাজটা সম্পন্ন হয়ে যায়। তখন বামপন্থী পরিচয়ের প্রয়োজনটা পুরিয়ে যায়। আর তখন বামপন্থী থেকে ডানপন্থী হয়ে যান। নাস্তিক থেকে আস্তিক হয়ে যান। তবে একটা বিষয় একদম ক্লিয়ার যে, এরা সেলিব্রেটি হওয়ার প্রয়োজনে বামপন্থী মতবাদকে ব্যাবহার করেছিলো। যখন এর প্রয়োজন পুড়িয়ে গেলো, তখন এই বস্তাপচা মতবাদকে আস্তাকুড়ে নিক্ষেপ করলো।
বিষয়: রাজনীতি
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন