জাগো শক্তি

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৫ অক্টোবর, ২০১৫, ০৬:৪৩:০৫ সকাল

দুর্গার মুখটা দেখে নাও একবার।

ভালো করে দেখে নাও ঠোটের পাশে তিল, তিলের নীচে চিবুক

আরো নীচে সুডৌল দুটি স্তন।

আজ যাকে জবার মালায় সাজিয়েছ

গতকাল বাজারে মোড়ের মাথায় তার ধর্ষণ চলেছিল ঘন্টা দেড়েক ধরে

তুমি চেয়ে চেয়ে দেখেছ।

লক্ষীর মুখটা ভালো করে দেখে নাও।

চিনতে পারছ সেই টানা টানা চোখ, চোখের নীচে কালি?

নামাতে থাকো দৃষ্টি, আরও নামাতে থাকো।

আজ পুষ্পাঞ্জলি দিতে এসেছ যার পায়ে

পরশু বাজারে কোলের শিশুর সামনে ওকে নগ্ন করেছিল কেউ ভরদুপুরে

দলিতরূপে সংস্থিতা - ছিঃ!

তুমিও ছিলে নীরব দর্শক।

এবার তাকাও সরস্বতির দিকে।

ভালো করে দেখে নাও শুভ্র কোটিদেশ, বিভঙ্গ লালিত্য

সাদা তুলতুলে দেহের গভীরে সুপ্ত আছে নীল নীল কালসিটে

আজ যাকে 'মা' বলে ডাক দাও

রোজ রাতে ঘরে মাতাল স্বামীর হাতে চড় খেয়ে দিন কাটে তার

সেই ছিন্ন বীণার ঝঙ্কার শুনেছ অবিরত

তবু তুমি চিরকালই শব্দহীন।

এবার তোমার বাসনা তৃপ্ত হলে ভাসিয়ে দাও ওকে

আসছে বছর, বছর বছর এভাবেই ভোগ করে যেও

মা কি কারও একার?

সর্বজনীন ভোগের বস্তু তুমি মেয়ে, বিসর্জনই প্রাপ্তি

দুর্গা মারা গেছে বৈদিক যুগেই

আজ দিকে দিকে পাঁঠাদের শরীর থেকে জেগে উঠে অসুরেরা

দেবীবলি দিয়ে চলেছে হাটে, ঘাটে, কড়িকাঠে।

আমরা মৌনঋষি হয়ে তপোবন কামনা করি।

একবার দেবী জেগে ওঠো নিরঞ্জনের সলিল সমাধি ভেঙ্গে

তাহলে, কারোর চোখ নামতে নামতে যোনিদ্বারে আটকাবে না,

আরও নীচে শুধু চরণযুগল ছোঁবে।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345752
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৩
নাবিক লিখেছেন : অসাধারণ!
345764
১৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার কবিতাটির জন্য অনেক ধন্যবাদ।
345798
১৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:১৯
রাইয়ান লিখেছেন : সুন্দর লিখেছেন
345815
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
আবু সাইফ লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up

Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File