ছোট্টো এক শহর, নাম মনে হয় গাংনাপূর•••••

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২১:০৮ সকাল

ছোট্টো এক শহর, নাম মনে হয় গাংনাপূর•••••

মহাজনের খানিকটা খালি জমি ছিল, জমির উল্টো দিকে একটি মন্দির ছিল ৷

মহাজন, একটা বিদেশী মদ বিক্রি করার লাইসেন্স বার করিয়ে, খালি জমির ওপরে নির্মাণ কাজ আরম্ভ করলেন ৷

মন্দির কমিটি এই নির্মাণের বিরোধীতা করতে লাগল, মন্দিরে যগ্য করানো হোলো বেশ কয়েকবার, যাতে ওই নির্মাণ থামানো যায় ৷

কিন্তু কোনো ভাবেই মহাজনের নির্মাণ বন্ধ করানো গেল না ৷

জনতার ও বিশেষ আপত্তি ছিলনা, কারণ, জনতার মন্দিরে ঠাকুর দেখা আর বাইরে এসে মদ কেনা বা আগে মদ কিনে পরে গিয়ে মন্দিরে মাথা ঠেকিয়ে ক্ষমা চেয়ে নেওয়া দুটোই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল ৷

এদিকে মন্দির কমিটি যগ্য করছিল আর মহাজনকে সর্বনাশের ভয় দেখাচ্ছিল••••••

এদিকে মহাজনের নির্মাণ প্রায় শেষ পর্যায় চলছিল এবং এক রাত্রে বাজ পরে পুরো নির্মাণ ধ্বংস হয়ে গেল ৷

মন্দির কমিটির লোকেরা আনন্দে মিষ্টি বিতরন করতে লাগল ৷

কিন্তু, মহাজন মন্দির কমিটির বিরূদ্ধে কোর্টে গেলেন এবং দাবী করলেন যেহেতু ওনার প্রার্থনা এবং পূজোর ওপোর গভীর আস্থা আছে, তাই উনি মনে করেন যে, মন্দির কমিটির যগ্যের করণেই ওনার নির্মান ধ্বংস হয়েছে ৷

কোর্টে শুনানির সময়, মন্দির কমিটি দাবি করলেন যে কোনো কিছুই প্রার্থনা বা পূজো করে ধ্বংস করা যায় না , তাই মহাজনের দাবী অগ্রাহ্য করা হোক ৷

জজ্ দুই পক্ষের দলিল শোনার পরে, কি রায় দিলেন দেখা যাক ৷

জজ্: আমি দুপক্ষের দলিল শুনলাম এবং এই রায়ে উপনিত হয়েছি যে, বাজ পরার ওপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই বা থাকতে পারে না, তাই মাননীয় কোর্ট এই কেসটিকে খারিজ করছে, কিন্তু কোর্ট এটা দেখে বিস্মিত যে,যিনি মদ বিক্রি করবেন ওনার প্রার্থনার ওপর অগাধ বিশ্বাস আর যাদের প্রার্থনাটা মূখ্য কাজ তাদেরই প্রার্থনাতে বিশ্বাস নেই ৷

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342771
২১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
342775
২১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন। আমারো ভালো লাগলো অনেক ধন্যবাদ
342863
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File