বাবা কাওকে অসহায় করিস না -----------------!
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪৫:৪০ বিকাল
ময়মনসিংহ যাব, বাসে উঠলাম খুব কষ্টকরে, বেশ ভীড় পেছন দিকে এগিয়ে যান•••
পেছন দিকে এগিয়ে যান•••• কন্ডাক্টার চিৎকার করেই চলেছে ৷
বছর 65-70 এর একজন ইশারা করে ডাকল, এগিয়ে গেলাম, উনি কোমোর দিয়ে পাশের লোকটিকে ঠ্যালা মেরে আমার জন্য সুন্দর জায়গা করে দিলেন, আমিও বসে গেলাম ৷
খানিকটা যাওয়ার পরে বাস থেমে গেল, টায়ার পাংচার হয়ে গেছে কন্ডাক্টার এসে বলে গেল ৷
: বাবা তোমার কাছে জল আছে ?
: জলের বোতলটা বার করে দিলাম,এক ঢোঁকে বেশ খানিকটা জল খেলেন বৃদ্ধ ভদ্রলোক ৷
একটু পরে নিজের খেয়ালেই আমাকে বলা শুরু করলেন••••
আমার একটি মাত্র মেয়ে, ময়মনসিংহ কলেজে পড়ে ওর মাসির বাড়িতে থেকে ৷
আমি পার্বতীপুরে থাকি, একটা মিষ্টির দোকান আছে আমার ৷
মেয়েটার মা নেই, আমি রোজই মেয়ের সাথে কথা বলি, ও রোজ বলে হয় ক্লাসে আছে নাহলে লাইব্রেরীতে আছে ৷ খুব আনন্দ হয় আমার••••
ভগবানকে সবসময় বলি ,ভগবান যেন ওর জীবনের সব আশা পূর্ণ করে ৷
গতকাল থেকে ওর ফোনটা বন্দ, তাই আমি ওর কলেজের এক প্রোফেসর কে ফোন করি, উনি খোজ খবর নিয়ে বিকেলে ফোন করে বললেন যে আমার মেয়ে গত 4 দিন হল কলেজেই আসেনি, ও নাকি বাড়ী যাবে বলে ছুটি নিয়েছে, কথাটা শোনা মাত্রই বুঝতে পারলাম যে আগে
আমার শালীর কাছে ফোন করা উচিৎ ছিল, সেটা প্রোফেসরকে বললাম এবং ক্ষমাও চেয়ে নিলাম ৷
লোকটা আমার দিকে তাকিয়ে বলল,"ও বাড়ী যায়নি কিন্তু গতকাল আমি যখন ফোন করেছিলাম, আমাকে বলল ক্লাসে আছে ৷
ওর মাসিকে ফোন করলাম সে বলল, মেয়ে নাকি বাবা হাসপাতালে ভর্তি হয়েছে বলে বাড়ী চলে গেছে ৷ তার পর অনেক যায়গাতে ফোন করে ওর এক বান্ধবীর কাছে জানতে পারলাম, যে ও একটি ছেলের সঙ্গে নর্থবেঙ্গলে কোথাও 7 দিনের জন্য বেড়াতে গেছে ৷
কথাগুলো তোমাকে কেন বলছি জানি না বাবা, তুমি কি বিরক্ত হচ্ছ ?
আমি মাথা নেড়ে "না" বললাম ৷
: কাওকে বলতেও পারছি না, লোক জানা-জানি হলে ওর মান সন্মান বলে আর কিছুই থাকবে না ৷
কেন জানি না তোমার সঙ্গে কথা বলে মনটা হালকা লাগছে বাবা , কিছু মনে কোরোনা ৷
এই কথা বলে লোকটা আকাশের দিকে তাকাল, আমি স্পস্ট দেখলাম লোকটার চোখদুটো ছল-ছল করছ্, শরীরটাও বার কয়েক কেঁপে উঠল •••
মেয়ের সন্মান চলে যওয়ার ভয়ে একজোড়া স্বপ্নমাখা চোখকে কান্নার নোনা জলে ভরে উঠতে দেখলাম ৷
এক অসহায় বাবার বুকের নিঃশব্দ আর্তনাদ যেন শুনতে পেলাম••••
হটাৎ করে আমার মা এর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল•••••
মা সব সময় বলেন, বাবা সব কিছু করিস জীবনে, কিন্তু কাওকে অসহায় করিস না ৷
আজ মনে হয় কিছুটা হলেও বুঝতে পারলাম অসহায় হলে মানুষ কেমন হয়
বিষয়: বিবিধ
১৫২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন