''আমার দেহ পাবি , কিন্তু মন পাবি না''
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৩:০০ সকাল
>>>একদিন জৈনিক ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন
রাস্তায় দাঁড়িয়ে ছিল একদল
বখাটে মেয়ে, তারা ভদ্রলোককে দেখে শীষ দিতে লাগল ।>>>
ভদ্রলোক প্রচন্ড
ক্রোধে তাদেরকে বললেন>>
'এই , তোদের বাসায় কী বাপ ভাই নেই !'
তখন মেয়েগুলো উচ্চস্বরে হেসে বলল >>
'বাপ ভাই থাকলেও তোর মত মাল নেই ।
আজ তোর ইজ্জতের সঙ্গে খেলা করব ।'
এই বলে গুন্ডির দলটি লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল আর লোকটিরর কমদামি শার্টটা ছিঁড়ে ফেলল ।
ভদ্রলোক কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলেন•••
'তোরা আমার দেহ পাবি , কিন্তু মন পাবি না' ।
মেয়েগুলো লোকটিকে নিয়ে ধস্তাধস্তি শুরু করল ।
এরই মধ্যে এলাকার বিদ্রোহী নারী মুনমুন এসে পড়ল
আর সবাইকে ধমক দিয়ে বলতে লাগল ••••
'আর একটা হাত যদি ছেলেটার উপর পড়ে তাহলে তোদেরকে মেরে ফেলব'
। এই বলে মুনমুন তার
ওড়নাটা ভদ্রলোককে ছুড়ে দিল ।
ভদ্রলোক ওড়নাটা দিয়ে নিজের শরীর ঢেকে নিলেন ।
আর মুনমুন মেয়েগুলোকে মারতে শুরু করল ।
অবশেষে মুনমুন সবাইকে মেরে ভদ্রলোকের কাছে এসে জিজ্ঞাসা করল ••••
'আপনার কিছু হয়নি ত' ?
ভদ্রলোক নিচু গলায় বললেন ,
'আপনি আমার জন্য যা করেছেন , তা কখনও ভুলব না'।
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন