--------- তোমার কেউ ছিলনা ------------

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪১:০৩ রাত

আমি খুব ভাল করেই জানি ভুলটা আমার ।

আমি আর সবার মত সময়ে সময়ে এসে -

তোমার সাথে বন্ধুত্ব দেখাইনি ।

হঠাৎ একদিন ইচ্ছে হল , খোঁজ নিলাম আর বাকি সময়

তোমার কথা মনেও থাকল না - তবেই

হয়ত তোমার প্রিয় মানুষের খাতায়-

নাম লেখাতে পারতাম ।

আজ তোমার চারপাশে কত রকমের বন্ধু গিজগিজ করছে । কোথায় ছিল তারা এতদিন ?

যখন নিঃসঙ্গ তুমি একা একা অন্ধকারে -

মন খারাপ করে বসে থাকতে ?

এই কয়েকটা বছর তোমার প্রতিটা দিন

কিভাবে কেটেছে তারা জানে ?

কিছুদিন আগেও কি ভয়ঙ্কর সময়

তুমি পার করেছ ওরা জানে ?

তুমি তাদের খুঁজে বের করার আগ পর্যন্ত

একটিবারের জন্যও কেউ তোমার খোঁজ করেনি ।

আজ তুমি হারিয়ে গেলেও কেউ খুজবেনা তোমাকে ।

অথচ এখন তাদের মুখে এত বড় বড় বন্ধুত্তের-

বুলি শুনে হাসি পায় ।

ওরা যা করেছে ঠিকই করেছে ।

আমার মত সুখে দুঃখে , কারনে অকারনে ,

প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিটা মুহূর্তে তোমার পাশে থেকে নিজেকে বিরক্তিকর করে তোলেনি ।

তাদের দাম তারা বজায় রেখেছে ।

যখন দরকার মনে করেছে

এসে কিছু সান্তনার বানি শুনিয়ে চলে গেছে ।

আর আমি যখন দরকার তখনও ছিলাম ,

যখন দরকার নেই তখনও হয়ত বেহায়ার মত থেকে গেছি । তোমার সাথে পরিচয়ের পর থেকে এখন পর্যন্ত

একটা মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যাইনি -

এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে !

যখন তোমার সাথে আমার বন্ধুত্ত

তখন তোমার কেউ ছিলনা ।

প্রচণ্ড হতাশাগ্রস্ত একটা মানুষকে সেই সময়

আমি যতটুকু পেরেছি আশা দেখানোর চেষ্টা করেছি ।

ধীরে ধীরে তোমার মানসিক শক্তি যখন ফিরে এল ,

একটা দুটো করে সুসময়ের বন্ধু বাড়তে থাকল ,

ভার্চুয়াল বন্ধুদের সংখ্যাও বাড়ল ,

আমি জানি তখন আমার উচিৎ ছিল দূরে সরে যাওয়া ।

আমি তা করিনি ।

আমি যেমন ছিলাম তেমন বন্ধুই থেকে গেছি ।

আমি জানি এটা ভুল ।

তবু আমি মোটেও অনুতপ্ত নই ।

এত হিসেব নিকেশ করে বন্ধুত্ত হয়না ।

আর তোমার চোখে আমার ভাল থাকার চেয়ে-

তোমার নিজের ভাল থাকাটা ভাল।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File