জল ও দুধের বন্ধুত্ত........................
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০২:২২ সকাল
জল দুধের সঙ্গে বন্ধুত্ত করেনিল,আর একজন আর একজনের সঙ্গে মিশে গেল ৷
দুধ জলের এই সমর্পন দেখে জলকে বলল, তুই বন্ধুত্যের জন্য নিজের অস্তিত্য ত্যাগ করলি ••••
তবে শোন, আমিও প্রমিস করছি ,যেই দামে লোক আমাকে বিক্রি করবে সেই দামে তুইও আমার সঙ্গে বিক্রি হবি ৷
দুধ বিক্রি হওয়ার পর য়খন গরম করা হয, তখন সে গরম সহ্য করতে না পেরে,দুধের থেকে আলাদা হয়ে যায় ৷
দুধ ও এই বিরহ সহ্য করতে না পেরে পাত্রের থেকে লাফিয়ে বেরিয়ে গিয়ে আগুনের ওপর পরে আগুনকে নেভানোর চেষ্টা করে ৷
তখন আবার দুধের বন্ধুকে ,দুধে ঢেলে দিলে দুধ শান্ত হয়ে যায় ৷
কিন্তু এই অগাধ প্রেমে দু ফোঁটা অবিশ্বাসের রস(সাইট্রিক এসিড) যদি ঢালা হয়, তবে সেই প্রেম ভেঙ্গে যায়, আর দুজনকেই সব সময়ের জন্য আলাদা করে দেয় ৷
তাই অবিশ্বাসকে মনে যায়গা করতে দিওনা বন্ধুরা আর নয়ত বন্ধুত্ত কোরোনা ৷
বন্ধুত্ত ভেঙ্গে গেলে খুব কষ্ট হয় ।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর উপমা
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ভাইয়া অনেক নাইচ হয়েছে উপমাটি
মন্তব্য করতে লগইন করুন