একটি চোরের রবীন্দ্রানুরাগের সাজা
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৭:৫৮ রাত
একটি চোরের রবীন্দ্রানুরাগের সাজা ~~~~~~~~~~~~~~~~~
একবার কোনো এক আদালতে একটি চোরকে(ইনি সব কিছুতেই রবিন্দ্রনাথ কে দেখতে পান) এক পুলিশ চোরাই মাল সমেত পেশ করেছে ।
বিচারক জিজ্ঞাসা করায় পুলিশটি বললো - " হুজুর , এই কাপড়ের পুঁটলি তে কিছু কাপড় চোপড় , থালা বাসন ও জুতো চটি সমেত কাঁধে করে একটা বাড়ীর পেছনের দরজা দিয়ে মাঝরাতে এই লোকটি চুপি চুপি বেরিয়ে পালাবার চেস্টা কোরছিল , আমি হাতেনাতে ধরে ফেলেছি ওকে সারারাত লক আপে রেখে আজ আদালতে পেশ করেছি "।
বিচারক তখন চোরটিকে জিজ্ঞাসা করলেন - " তুমি চুরি করেছো " ?
চোর - " না হুজুর , আমি রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি শুধু " ।
বিচারক - " তার মানে " ?
চোর - " কাল মাঝরাতে আমি শুনতে পেলাম - একটা গান ভেসে আসছে - ' আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে '।
তাই ভাবলাম আমিই বা বসে থাকি কেন - আমিও যাই - তাই বেরিয়ে পড়লাম । রাস্তা একেবারে শুনশান - বুঝলাম সবাই নিশ্চয়ই বনে চলে গেছে - তখন তাড়াতাড়ি পা চালালাম । হঠাৎ একটা বাড়ির সামনে শুনতে পেলাম গান ভেসে আসছে - ' এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে ' । তাকিয়ে দেখলাম পাশেই একটা ফাঁকা বাড়ী - দরজা জানালা খোলা - কাউকে দেখা যাচ্ছেনা - সোজা ঢুকে পড়লাম আর ঢুকেই শুনতে পেলাম - ' ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ' খুব খুশি হলাম আর তখনই কানে ভেসে এলো -' এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল ' - কি আর করি , রবীন্দ্রনাথের নির্দেশ তো আর অমান্য করা উচিত হবে না - দেখলাম এই কাপড়টা ঝুলছে - এতে সব মালপত্র বেঁধেছি সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো - ' আজ দখিন দুয়ার খোলা ' - বুঝলাম পেছনের দরজা খোলা - সেখান দিয়েই বেড়িয়ে পড়লাম - আর তক্ষুনি এই পুলিশটা এসে আমায় ধরলো - ওকে কত বোঝাবার চেস্টা কোরলাম আমি চুরি করিনি শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি - তো ব্যাটা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি - সোজা ধরে নিয়ে গেল আর আজ আপনার কাছে নিয়ে এসেছে । আপনিই বলুন হুজুর - আমার কি দোষ "।
বিচারক - " ঠিক আছে , তোমাকে ছয় মাসের সাজা দিলাম - একে জেলে নিয়ে যাও । এই
বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন " ?
চোর - " এ পথে আমি যে - গেছি বারেবার , ভুলিনিতো একদিন ও ------- "
বিচারক - " জেলে যখন থাকবে - তখন তোমার রবীন্দ্রনাথ কি বলবেন " ?
চোর - " ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে " ?
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রবিন্দ্রনাথ শুনলে যে কি কইতেন সেটা ভেবে আরেকবার !
মেধার প্রশংশা করতেই হয়!!!
মন্তব্য করতে লগইন করুন