আমরা একাকার হয়ে যাবো

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৩:৪৮ রাত

উত্তরে হাওয়ার দাপট আর -

ঘরে ফেরার গান মিলেমিশে একাকার।

তোমার ডাকে আমি প্রতিবার সম্ভাষনহীন

কোনো স্থায়ী মুহূর্তে ডাকো না তুমি আমায়,

হয়ত আড়াল করে রাখো নিজেকে।

তোমার চোখ'দুটো যে বড়ই গভীর আর স্পষ্ট

তোমায় দেখতে পাই আমি কোনও আড়াল ছাড়াই

আর সেই চরম মুহূর্তে 'আমাদের' দেখতে পাই-

তোমার চোখ দিয়ে।

তাই এই বিশ্বাসেই আশ্বস্ত হই প্রতিবার,

একদিন তোমার ওই চোখদুটোই-

কাছে ডাকবে আমাকে।

তিস্তা নদীর তির্-তির্ শব্দে,

পাহাড়ের প্রতিধ্বনিতে,

কোনো এক আদিম স্পর্শে -

মিলে মিশে আমরা একাকার হয়ে যাবো।

বিষয়: বিবিধ

৮৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341489
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৬
অনেক পথ বাকি লিখেছেন : সত্য অসাধারণ লিখেছেন। অপূর্ব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File