কথা ছিলো
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৫:৩৫ সন্ধ্যা
কথা ছিলো তপ্ত রোদ,
কিংবা ধুসর ঝড়ে
একসাথে ভেজার...
তুমি কথা রাখো নি,
আমারও তাই ভেজা হয়নি।
.
কথা ছিলো বিকেল বেলা,
কিংবা শিশির ভেজা ঘাসে
একসাথে হাঁটার...
তুমি কথা রাখো নি,
আমারও তাই হাঁটা হয়নি।
.
কথা ছিলো চাঁদের সাদা আলোয়,
কিংবা নির্জন কোন রাতে
একসাথে জাগার...
তুমি কথা রাখো নি,
আমারও তাই রাত জাগা হয়নি।
.
কথা ছিলো খুব কাছে থেকে,
কিংবা হাতে হাত রেখে
একসাথে নিঃশ্বাস নেবার...
তুমি কথা রাখো নি,
আমার কষ্ট তাই আজো শেষ হয়নি...।।
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কষ্ট তাই আজো শেষ হয়নি...।।
যে আপনাকে সময় দেবার জন্য আকুলতা দেখাবে তাকে সময় দিন। নিজেকে ভালোবাসুন।
মন্তব্য করতে লগইন করুন