কথা ছিলো

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৫:৩৫ সন্ধ্যা

কথা ছিলো তপ্ত রোদ,

কিংবা ধুসর ঝড়ে

একসাথে ভেজার...

তুমি কথা রাখো নি,

আমারও তাই ভেজা হয়নি।

.

কথা ছিলো বিকেল বেলা,

কিংবা শিশির ভেজা ঘাসে

একসাথে হাঁটার...

তুমি কথা রাখো নি,

আমারও তাই হাঁটা হয়নি।

.

কথা ছিলো চাঁদের সাদা আলোয়,

কিংবা নির্জন কোন রাতে

একসাথে জাগার...

তুমি কথা রাখো নি,

আমারও তাই রাত জাগা হয়নি।

.

কথা ছিলো খুব কাছে থেকে,

কিংবা হাতে হাত রেখে

একসাথে নিঃশ্বাস নেবার...

তুমি কথা রাখো নি,

আমার কষ্ট তাই আজো শেষ হয়নি...।।

বিষয়: বিবিধ

৮৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341457
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
নাবিক লিখেছেন : কেউ কথা রাখেনা
341461
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
অনেক পথ বাকি লিখেছেন : তুমি কথা রাখো নি,
কষ্ট তাই আজো শেষ হয়নি...।। Sad Sad Sad Sad
341560
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০২
কাহাফ লিখেছেন : আসলে সবাই কথা রাখে না,অনেক রাখতেও চায় না!
341720
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যে এত গুলো কথা রাখেনি থাকে ভেবে মনকে কষ্ট দেবার কোন কারন হয়না!!
যে আপনাকে সময় দেবার জন্য আকুলতা দেখাবে তাকে সময় দিন। নিজেকে ভালোবাসুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File