একটি স্ত্রীলোক
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫০:৫৯ দুপুর
একটি স্ত্রীলোক ভয় পায়
একা থাকতে।
সে ভয় পায় অন্ধকারকে
উজ্জ্বল দিনের আলোকেও,
পরিচিত;অপরিচিত পরিবেশ;
ডোর-বেলের রিং
অসময়ে বিকেল বেলায়,
দুপুর রাতে টেলিফোন বেজে-ওঠা
এবং না-পড়া টেলিগ্রামস।
একটি স্ত্রীলোক ভয় পায়
সুন্দর দেখতে।
সে ভয় পায় কোনো পুরুষকে
যে পাশ থেকে হেঁটে যায়-
শাশুড়ি,স্বামী,পুত্র
দেওয়ালের টিকটিকি;আরশোলা,ইঁদুর
একটি স্ত্রীলোক চায় নিরাপত্তা;
চায় সমর্থন, যে কোন অনুমোদন
তার নারীত্ব বাঁচিয়ে রাখতে।
সে বেধে দেয়, তার নারীত্ব
হাজার জিনিষের সঙ্গে-
কুমকুম থেকে জরায়ুর।
সে চায় তাদের যত্ন নিতে
সে পাহারা দেয় জিনিষগুলির
যা তার সমর্থতাকে
করে সিলমোহর।
ভয় সন্ত্রাস ছন্দিত
হ'য়ে তৈরি করে একটি স্ত্রীলোক
ভীতু এবং বিনীত।
সে বন্ধ করে সব দরজা-জানালা
এবং গ্লাস- পেনগুলি।
সে বন্ধ করে হাওয়া, বৃষ্টি এবং রোদ
সে বন্ধ করে
ইন্দ্রিয়ের সব মুক্ত অনুভব।
একটি নারী ভয় পায়
তার মনকে, তার দেহের দাবী,
বিচার বোধশক্তি এবং বুদ্ধিবৃত্তি।
একটি মেয়ে ভীত
নিজের থেকে!!!
সমাপ্তি পর্যন্ত
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন