ভালবাসি-ভালবাসি
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৮:৫০ বিকাল
"খুব বৃষ্টিতে ভিজে যদি কখনো
কাক ভেজা গায়ে তোমার কাছে
আসি...
তবে কি তুমি শাড়ির আচলে
বৃষ্টিস্নাত দেহটা মুছে দিতে দিতে
বলবা-
"অসুখ হলে কে দেখবে শুনি.......?"
আর আমি জড়িয়ে ধরে বলব,
কেন,তুমি আছো না...........!! !
তখন কি তুমি,
বুকের ভিতর মুখ লুকিয়ে বলবে.....?
আমার বয়েই গেছে...
ধরো,তোমার সারা দিনের ব্যস্ততার
পর,
যখন গভীর ঘুমে বিভোর থাকবে.
তখন যদি ঘুম ভাঙিয়ে বলি,
ভালবাসি........ ......
তাহলে কি খুব রাগ করবে.......?
না কি জড়িয়ে ধরে খুব অভিমানে
বলবে,
,ভালবাসি..!!
পৃথিবীর নিয়মে কোন একদিন তোমার
কাছ
থেকে হারিয়ে যাব.
মৃত্যু এসে নিয়ে যাবে অচেনা দূর
দেশে...
সেদিন কি বলবা,আপদ বিদেয় হলো......?
না কি, নিথর দেহটার পাশে তুমিও
স্তব্দ হয়ে
পড়ে রবে গভীর অভিমানে.......?
আমি বলবনা বিদায়,
শুধুই এটুকুই বলার আছে-
ভালবাসি সেদিন ও তোমায়
বিষয়: বিবিধ
১৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন