আমার সব স্বপ্ন
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১০:৪৫ সকাল
তুই আমার চোখের মনি, তুই আমার জীবনের আলো , তোকে ছাড়া আমি পথ চলব কি করে বল , তুই বুঝিস না , তুই জানিস না সোনা। তোর সব স্বপ্ন আমি পূরণ করে দেবো, আর তুই আমার কাছে থাকলে আমার সব স্বপ্ন , আশা সব পূরণ হয়ে যাবে। খুব ভালবাসি তোকে , তুই যখন আমার কাছে আসবি তখন আরো বেশি ভালবাসব তোকে। আমার বুকে জড়িয়ে রাখব তোকে , কখনো কষ্ট পাবিনা তুই , একটা মুহুর্তের জন্যও না।
" আমার যত ভালবাসা তোর হৃদয়ে করবে বাস ,
একলা লাগে বড় নিজেকে তুই যখন দুরে যাস। "
ভীষণ ভালবাসি তোকে , আমার সব ভালবাসা তোর জন্য , আমার এই মনটা শুধু তোরই জন্য।
তোর ফেরার অপেক্ষায় রইলাম
বিষয়: বিবিধ
৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন