তোমাকে কষ্ট দিয়ে কি আমি সুখে থাকতে পারি ?
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৮:১৮ রাত
-তুমি অভি না..?
-হুম। কেন বলুন তো...?
-না মানে এই চিঠিটা তোমাকে দিতে
বলছে। কে দিয়েছে তা বলতে নিষধ
করছে।
বর্তমান জামানায়ও লোকে চিঠি লিখে।
ভাবতে ভাবতেই খাম থেকে চিঠিটা বের
করে অভি । ভিতরে কিছুই লেখা নেই।
আজব তো বিষয়টা। চিঠি দিল কিন্তু
কে দিল তা জানাল না। আবার কিছু
লিখলও না। এই রকম অদ্ভুধ কাহিনী
এর আগে কখনও অভির সাথে ঘটেনি।
ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দিল
না অভি। রুটিন অনুযায়ী এখন তাদের
রসায়ন ক্লাস। ক্লাসের অন্য ছেলেদের
থেকে একটু বেশি মেধাবীই এই ছেলেটা।
তবে অন্য সবার চেয়ে বেশী দুষ্ট
হওয়ার কারনে তার মেধা তেমন একটা
প্রকাশ করতে পারে না। তারপরও ২য়
স্থানটা কোন দিন ছিনিয়ে নিতে পারে
নি কেউ। মাঝে মধ্যে ১ম হওয়ার জন্য
স্বাধও জাগে। কিন্তু নিরার সাথে
কোন ভাবেই পেরে ওঠে না অভি। পরীর
মত দেখতে এই মেয়েটার প্রতি অদ্ভুধ
ভালবাসা অনুভব করে মাঝে মাঝে। সেই
৩য় শ্রেনী থেকে ইন্টার সেকেন্ড
ইয়ার। এক সাথেই আছে দুজন। অনেক
ভাল বন্ধুও দুজন। মাঝে মাঝে
অসম্ভব সুন্দর ম্যাসেজ দেয় মেয়টা।
ক্লাসে স্যার আসার আগেই ক্লাস
থেকে পালাতে হবে অভির। আজ ফুটবল
খেলা আছে। পৃথিবীর কোন স্যারই
আটকে রাখতে পারবে না এই
পাজিটাকে। ব্যাগটা তিন তলা থেকে
ছুরে মারল রিহানের কাছে। রিহানও এই
বিষয়ে চমৎকার বুদ্ধিমান। সময় নষ্ট
না করে কেটে পড়ল সে। কিন্তু পালাতে
পাড়ল না অভি। নিরার চোখে ধরা
পরেই গেল।
-এই তুই কি ফেললি রে...?
-কিছু না। তুই ক্লাসে যা।
-কিছু না মানে..? ব্যাগ ফেললি না..?
-হুম। খেলা আছে ক্লাস করতে পারব
না।
-ক্লাস করতে পারব না মানে কি..!!
আমি তোর বাবার কাছে বলে দিব।
-আচ্ছা..আমি কি তোর সতিন নাকি...?
আমার কোন সুখই তোর ভালো লাগে না
কেন। আর কখনও তুই আমার কোন
ব্যাপারে ইন্টারফেয়ার করবি না
বুঝলি... আমি তোকে সহ্য করতে পারি
না।
কথা গুলো বলে পিছন দিকে ঘুরতেই
অভির মাথায় আকাশ ভেঙ্গে পড়ল।
এই রে সব পরিকল্পনা শেষ। স্যার এসে
গেছে। এখন ক্লাস করতে হবেই।
ঝটপট করে ক্লাসে ঢুকল অভি।
কিছুক্ষন পরই বুঝতে পারল ক্লাসের
অত্যান্ত মেধাবী ছাত্রী অনুপস্থিত।
না তো ক্লাসেই আছে নিরা। তাইলে
স্যারের কোন প্রশ্নেরই উত্তর দিচ্ছে
না কেন..?
ব্যাপারটা স্যারের চোখে ও পরলো।
-কি ব্যাপার নিরা তুমি চুপচাপ কেন...?
কোন সমস্যা..?
-না স্যার এমনি... ভাল লাগছে না।
অনেকটা কাদোঁ কাদোঁ কন্ঠেই জবাব
দিল নিরা।
বিষয়টা বুঝতে বাকি রইল না অভির।
ওর কথাতে খুব কষ্ট পেয়েছে নিরা। না
এমন ভাবে বলাটা মোটেও ঠিক হয়নি
অভির।
ছুটির পরে নিরা কারো সাথে কথা না
বলেই একা একা হাটতে লাগল। কারো
কথাই কানে যাচ্ছে না ওর।
অভি কয়েকবার ডাকলো নিরাকে। কিন্তু
কোন সাড়া পেল না সে। শেষমেষ দৌড়ে
নিরার কাছে পৌছাল অভি।
-আচ্ছা নিরা সরি..
-কাকে বলছিস...
-যে শুনছে, তাকেই বলছি।
-তা কি জন্য সরি শুনি...
-তোকে কষ্ট দেওয়ার জন্য।
-আমি তো তোর কেউ না। তাইলে তুই
আমাকে সরি বলতে এলি কেন...?
কথা গুলো বলার মাঝেই উপর থেকে
বৃষ্টির ফোটা পড়তে শুরু করল। সে
ব্যাপারে কারো কোন খেয়ালই হল না।
-কে বলছে তুই আমার কেউ না...?
-কে বলবে..আমার মনে হয় তাই আমি
বললাম।
-ঐই তোর না ঠান্ডার প্রবলেম আছে।
তুই বৃষ্টিতে ভিজছিস কেন..? তারা
তারি ছাতা বের কর ব্যাগ থকে..
-আজকে ভিজলে কোন সমস্যা হবে না।
কারন আজকে তুই আছিস না।
-কেন... আমি থাকলে সমস্যা হবে না
কেন..?
-এমনি....আচ্ছা তুই সেই সময় সপ্নার
সাথে কথা বললি কেন...?
-কোন সময় কথা বললাম।
-ঐ যে ছুটির আগে।
-হুম। ও দেখতে অনেক কিউট তাই না।
-তুই দুরে গিয়ে মর। যা
তুই আমার সাথে আসবি না।
-আচ্ছা সরি। একটা সত্যি কথা বলবি।
-কি বল।
-তুই কি আমাকে ভালবাসিস।
-তোর মত ছাগলকে আমি ভাল বাসতে
যাব কেন..
-হুম। আমিও তাই ভাবি। জানিস
সপ্নাকে যখন প্রপোজ করলাম তখন
সপ্না তোর কথা বলছিল। তোর আর
আমার সাথে কোন রিলেশন আছে কি
না।
-তারপর তারপর..... কি বললি তুই.....
-কি আর বলব....নেই.....
-নেই মানে....আমার সাথে তোর রিলেশন
নেই....? আমারা একজন আরেক জনকে
ভালবাসি না...?
-হ্যা বাসিতো...অনেক ভালবাসি...
-এই তাইলে সপ্নার কাছে তুই
নেই বললি কেন..?
-আসলে সপ্না বলেছিল স্যার আমাকে
ডেকেছে...তোর কাছ থেকে ভালবাসার
কথাটা জানব বলে একটু মিথ্যা কথা
বললাম।
আচ্ছা সত্যি কি তুই আমায়
ভালবাসিস...?
-জানি না... তবে মাঝে মাঝে তোর
জন্য খুব কাদিঁ। সব সময় তোকে নিয়ে
ভয় হয়। যদি তুই অন্যকারো হয়ে
যাস....
.
-অভি.......অভি. .......
নিরার কথায় কল্পনার ঘোর কেটে যায়
অভির। সেই পাগলি আজ তার বউ হতে
যাচ্ছে। ভাবতেও পারছে না অভি।
দেখতে দেখতে ৬ টি বছর কেটে গেল।
সেই ইন্টার মিডিয়েট লাইফ থেকে এই
চাকরি জীবন।
-অভি তোমাকে কখন থেকে ডাকছি
শুনছ না।
-হ্যা বল।
-তোমাকে একটু জরিয়ে ধরব...?
-কেন...? এখন জরিয়ে ধরবে কেন..? -
না, জরিয়ে ধরবই।
বলেই জরিয়ে ধরল নিরা। একটা সময়
কাদতেও শুরু করল সে।
-এই পাগলি কাদঁছ কেন।
-আনন্দে কাদছি... তোমাকে নিজের
করে পাওয়ার আনন্দে। কোন দিন কষ্ট
দিবে নাতো তুমি।
-পাগলি কোথাকার। তোমাকে কষ্ট
দিয়ে কি আমি সুখে থাকতে পারি....।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন