নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩২:৩৬ সন্ধ্যা
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বোঝাতে পারি নি বলে ।
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, তোমার হারিয়ে যাওয়া টা এখনও মেনে নিতে পারি নি ।
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, তোমাকে অনেক বেশি বিশ্বাস করে ফেলেছি ।
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, তোমাকে আজো ভুলতে পারি নি ।
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, তোমাকে পাবো বলে এখনো অপেক্ষা করি ।
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, তোমায় হারিয়ে এখনও বেঁচে আছি ।
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, প্রতিটা মুহূর্তে তোমাকে ভেবে এখনও কান্না করি ।
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, স্বার্থপর না হয়ে তোমার সাথে কাটানো স্মৃতি গুলো নিয়ে বেঁচে আছি ।
নিজেকে বড় ঘৃণা করতে ইচ্ছে করে,
কারন, অতীত কে ভুলে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি নি,
জানি পারবোও না কোনো দিন,
তাই আমার জীবনটাকেই কেমন যেনো ঘৃণা করতে ইচ্ছে করছে ।
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন