বন্ধু হব আমারা সবাই
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৬:০১ রাত
ফেসবুক এখন জাতিও নেশা
সর্ব লোকে জানে,,,
ভিন্ন স্বাদের ভিন্ন নেশা
পাওয়া যায় এখানে,,,।।
ছেলে, মেয়ে, ছোটো, বড়ো,,,
কনো প্রভেদ নাই,,,
এখানে এসে বলবে তুমি
বন্ধু হতে চাই,,,।।
হেথায় সবাই আত্মীয় সম
এক বৃহৎ পরিবার,,,,
ভাল মন্দ সবই আছে
আছে তোমারও অধিকার,,,,।।
আড্ডাবাজিতে সময় কাটায়
আছে অনেক লোক,,,,
তুমি চাইলেই তাদের সাথে
দিতে পারবে যোগ,,,,।।
মাত্রা ছারা অশ্লীলতা
ছড়ায় হেথা যারা,,,,
বুঝিনা এরা কেমন মানুষ
কেমন প্রানি এরা,,,।।
কতো রকমের প্রেম দেখা যায়
দুখঃ দেখবে কতো,,,
বুক ভেসে যায় চোখের জলে
কষ্ট কাঁটার মতো,,,।।
বন্ধু হেথায় সস্তা বড়োই
লিস্টে শত শত,,,,
একটাও আমি পেলাম না ভাই
বন্ধু মনের মতো,,,,।।
মিথ্যে হেথায় স্ব-মহিমায়
বলছে অবিরত,,,,
কতটা কে, তাই বলতে পারে
সেটাই দেখার মতো,,,।।
ছেলেরা হেথায় মেয়ে সেজে
করে দেখি অভিনয়,,,,
কেন করে ওরা এই প্রতারণা
বুঝিনা এতে কি পায়,,,,।।
মেয়েরা এখানে দুর্লভ ভাই
যেন ডুমুরের ফুল,,,,
শত চেস্টার পরেও তুমি
দেখবে হাউস ফুল,,,।।
একাকিত্ব দূরে চোলে যায়
এইখানেতে এলে,,,
তোমার মতো অনেকেই আছে
নিজেকেই যাবে ভুলে,,,।।
ভাগ্য তোমার ভাল হলে
জিবন পাল্টে যাবে,,,
বন্ধু থেকে জিবন সাথি
যখন পেয়ে যাবে,,,,।।
একটা সময় আসবে যখন
সারা পৃথিবী জুরে,,,
বন্ধু হব আমারা সবাই
ফেসবুক যাবে ভরে,,,,,,।।।।
বিষয়: বিবিধ
৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন