ভালো থেকো
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৬:১৪ রাত
কখনো কখনো এই মনের মাঝে কিছু
না বলা কথা জমা হয়ে যায় ,
যা তোমাকে বলতে গিয়েও
আমি বলতে পারিনি ।
সেই কথাগুলো বলার আগেই তুমি এই হৃদয়
টাকে চূর্ণ বিচূর্ণ
করে দিয়ে চলে গেছো নিজের
কিছু স্বপ্ন নিয়ে ।
আর এখন আমার এই না বলা কথাগুলো এক একটা
নির্ঘুম রাতের চাঁপা কান্না ।
এই না বলা কথা গুলোই হৃদয়ের
গহীনের এক যন্ত্রণা ।
যা আমাকে প্রতিদিন যত্ন করে কাঁদায় ।
আমাকে বার বার মনে করিয়ে দেয় প্রতারিত এক ভালোবাসাকে ।
মনে করিয়ে দেয় এমন একজনকে যে চোখের
পলকে বদলে নিতে পারে নিজেকে ,
যে চোখের পলকে ভুলে যেতে তার সাজানো
স্বপ্নগুলোকে ।
সত্যিই আমাকে মনে করিয়ে দেয় এমন
একজনকে যে কারো ভালোবাসা নিয়ে খেলা করে
আমাকে মনে করিয়ে দেয় এমন
একজনকে যে তিলতিল করে দেখা স্বপ্ন
গুলোকে ভেঙ্গে আনন্দ পায়...।।
তোমাকে দেয়ার মত কোন উপমা নেই আমার কাছে ।
তোমাকে বলার মত ভাষাও আজ
আমি হারিয়ে ফেলেছি...।।
শুধু কিছু নীরবতা আর নিঃসঙ্গতাই যেন
আমার না বলা সব কথা ।
কাউকে মন থেকে ভালোবাসার এক প্রাপ্যতা...।।
তবুও চাই কষ্ট তোমায় স্পর্শ না করুক ।
তবুও চাই কোন কিছু হারানোর যন্ত্রণা তোমাকে নির্বাক না করুক ।
তবুও চাই ভালো থাকো যতটা ভালো
থাকতে চেয়েছো তার চেয়েও বেশী ভালো থেকো.....
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন