নিজের কষ্ট

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৮:১৪ সন্ধ্যা

সবচেয়ে বেসি আমারই কষ্ট

বুক ভেসে যায় জলে,,,,

এর চেয়েও বেসি কষ্ট দেখে

নিজেকেই গেলাম ভুলে,,,,।

আমরা যখন দুঃখে কাঁদি,,

কফোঁটা অশ্রু ঝরে,,?

কতো কষ্ট মেঘেদের বলো

পুকুর, নদী ভরে,,,,।।

নদীর বুকেতে মাঝিরা যখন

ধরে ভাটিয়ালী গান,,

বুঝবেনা তুমি, কিসুখে নদীর

ভরে ওঠে তার প্রাণ,,,,।।

চাষিদের সুখ দেখেছতো তুমি,,,

যখন, ফসল তুলছে ঘরে,,।

অতিবৃষ্টি আর খড়াতে যখন

অনাহারে তারা মরে ---

অর্থাভাবে,বিনা চিকিৎসায়য়,,,

চোলে গেলো যার মা,,,

দেখোনি তুমি তার হাহাকার,,

বুক ভাঙ্গা কান্না,,,,।।

অনাহারে থাকা পথশিশুদের

দেখেছো শুকনো মুখ,,?

শিক্ষা দিক্ষা পায়নি তো ওরা,,

যানেনা কেমন সুখ,,,,।।

তোমার ঘরেতে দামী কুকুর

থাকে বিছানার পরে,,

শির্ণদেহের রাস্তার যারা

অনাহারে তারা মরে,,,,।।

কি দোষ ছিল? মাবাবার বলো,,

লজ্জায় মরে যাই,,,

সন্তানের যত্ন পাওয়ার কথা,,,

বৃদ্ধাশ্রমে হল ঠাঁই,,,,।।

যে দুটি পাখি ঘুম ভাংগাতো,,,

কি মিস্টি তাদের গান,,

ঝড়েতে দেখি মরে পরে আছে,,

থেমে গেছে সব গান,,,,।।

এসব কথা ভাবার এতো

সময় কারো নেই,,

সবাই ভাবে নিজের নিজের

বলার কিছুই নেই,,,,।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339063
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
শেখের পোলা লিখেছেন : কেমনে দেখিব এ সব দৃশ্য
চক্ষু মোদের নাই,
এমন করিয়া কর্ন মলিলে
মরমে লজ্জা পাই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File