ওরা ওতো রোজাদার!

লিখেছেন লিখেছেন শেখ জাহিদ ১৬ জুন, ২০১৭, ০৪:১১:২২ বিকাল

পাশের রাড়িতে গরম পেঁয়াজু অথবা হালিমের গন্ধ পেয়ে হয়তো কোনো শিশু তার মাকে জিজ্ঞাস করবে- মা আমাদের ইফতার কই?

মায়ের কাছে কোনো উত্তর নেই।

হয়তো কিছু শুকনা মুড়ি - মাখাতে মাখাতে মা বলবেন - গরিবের ইফতার আসমানে থাকে বাবা।

হয়তো আপনার ফেলে দেওয়ার আশায়্ দরজার ওপাশে হাতপেতে দাঁড়িয়ে থাকবে কোনো শিশু অথবা তাঁর মা।

হয়তো অসুস্ত মায়াকে যন্ত্রণায় কাতরাতে দেখে অসহায় হাতে আপনার ফেলে দেওয়া ইফতার তুলে দিবে কোনো হতভাগা ছেলে।

এই রমজানে খুলে দেওয়া হয় বেহেস্তের দ্বার, বন্ধ হয় কবরের আযাব। আমারা কি এইটুকু পারবো না?

ইফতার মুখে দেওয়ার আগে একটিবার নিজের প্রতিবেশির খোঁজ নিতে। দাঁড়িয়ে থাকা শিশুটার হাতে কিছু ইফতার তুলে দিতে।

বিষয়: বিবিধ

৮৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383361
১৭ জুন ২০১৭ সকাল ১০:৪০
হতভাগা লিখেছেন : গ্রাম বা মফস্বল এলাকায় এটা সম্ভব। শহুরে এলাকায় ফ্ল্যাট বাড়িতে এরকম সুযোগ আসে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File