ইসলামি সংস্কৃতির সমাজ দেখার স্বপ্ন দেখে চলছেন যে ভদ্র মহিল!

লিখেছেন লিখেছেন শেখ জাহিদ ২১ অক্টোবর, ২০১৬, ০৪:১৭:৫০ রাত

অজানাকে জানিয়ে, দূরকে কাছে টেনে সমস্ত পৃথিবীকে আজ হাতের মুঠোয় এনে দিয়েছে বিজ্ঞান। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের ফলে পৃথিবীর বিভিন্ন দেশগুলোর মধ্যে যে সীমানা আছে তা তুলে দিয়ে সমস্ত পৃথিবীকে এখন এক বিশ্বপল্লীতে (গ্লোবাল ভিলেজ) পরিণত করেছে। তাই বিশ্বায়ন শব্দটি পৃথিবীর মানুষের কাছে এখন সবচেয়ে আলোচিত বিষয়। তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষ আর বিশ্বায়নের ধারণার ফলে বিশ্ববাসীর চিন্তা চেতনায়, ধ্যান ধারণায় এবং জীবন ধারায় এসেছে ব্যাপক পরিবর্তন। পাল্টে গেছে মানুষের জীবনের সামগ্রিক চালচিত্র।

বিজ্ঞানের কল্যাণে অনেক গুণী মানুষের সানিন্ধ্য পেয়েছি, এর মধ্যে এক জন হলেন সম্মানিতা ডা. শাহনাজ পারভীন। তাই বিজ্ঞানের কাছে অনেকটা কৃতজ্ঞ। মায়েদের বয়সী ভদ্র মহিলার অনলাইনে একটিভ সত্যি প্রশংসনীয়। ইসলামের বিভিন্ন ইস্যু টুকটাক লিখালিখির পাশাপাশি নানান ইসলামিক পেজের ইসলামিক তথ্য শেয়ার করে যাচ্ছেন সবসময়।

উনি অনলাইনে যেমন অফলাইনে তেমন।সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও ইসলামের অন্যতম বিধান পর্দাপ্রথা চালিয়ে যাচ্ছেন। উনি লোকচক্ষু আড়ালে এলাকার অনেক অসহায়ের পাশে দাঁড়ান।

আমার আত্মীয় হওয়া সত্ত্বেও মুখের মেকাফ পরিধান করেই আমার সাথে কথা বলেছেন। উনার সাথে আলাপের বিষয় ছিল ইসলাম সমাজ, সংস্কৃতি, ইতিহাস -ঐতিহ্য ।

মহান আল্লাহ'র দরবারে দোয়া করি আল্লাহু যেন নেক হায়াত দান করেন এবং ইসলামের পক্ষের একজন খাদিম হিসেবে কবুল করেন। আমীন।।

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File