সিদ্ধান্ত আমাদের—আমরা কোনটা করব
লিখেছেন লিখেছেন শেখ জাহিদ ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫১:১৩ রাত
সারা বিশ্বে গণপরিসরে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক। কিন্তু এটা কেমন যোগাযোগ বুঝতে পারি না যখন দেখি এর কারণে মানুষের মধ্যে প্রতিহিংসা বৃদ্ধি পেয়েছে। একে অন্যের প্রতি পক্ষপাত নিয়ে প্রতিহিংসাবশত স্ট্যাটাসের মাধ্যমে কাদা ছোড়াছুড়ি ফেসবুকের নিত্য বাস্তবতায় পরিণত হয়েছে। এমনকি এখন ফেসবুকে ঘোষণা দিয়ে মানুষও খুন করা হচ্ছে।
যে হারে এসব সমস্যা বাড়ছে, তাতে না জানি আগামী দিনগুলোতে প্রতিহিংসার তাপমাত্রা আরও কত গুণ বাড়বে। আমরা প্রতিহিংসার অন্ধকারে হারাতে চাই না। বর্তমানে ভালোভাবে ফেসবুক ব্যবহারের আশাও যেন দুরাশায় পরিণত হয়েছে। আমাদের মনে রাখা উচিত, নিজের পরিবার হলো প্রথম সমাজ। ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় ফেসবুকও একটি সমাজ। সমাজে চলতে যে নিয়মগুলো মেনে চলতে হয়, ফেসবুকেও সেগুলো মানতে হয়। হিংসা–বিদ্বেষ যেমন সমাজের জন্য শুভ নয়, তেমনি ফেসবুকের জন্যও। প্রযুক্তি যেমন মানুষের কল্যাণ করতে পারে, তেমনি অকল্যাণও। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কোনটা করব।
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন