দায়িত্বশীল ও স্বাবলম্বন

লিখেছেন লিখেছেন শেখ জাহিদ ২০ জানুয়ারি, ২০১৬, ০৬:৩৭:৪৬ সন্ধ্যা

যে ব্যক্তি নিজের দায়িত্ব নিজে নিতে পারে না, সে আসলে অন্যের দায়িত্বও কখোন নিতে নিতে না।এ দায়িত্ব হতে পারে আপনার পারিবারিক জীবনে, হতে পারে পেশাগত জীবনে, হতে পারে সামাজিক জীবনে। এমনকি আপনার আত্নিক আধ্যাত্মিক জীবনেও থাকতে পারে দায়িত্ব নেবার সুযোগ। প্রাথমিকভাবে হয়তো দায়িত্বের চাপে নিজেকে চিড়েচ্যাপ্টা অনুভব করতে পারেন,কিন্তু যদি আনন্দচিত্তে কাজ করে যেতে পারেন, চেষ্টা করে যেতে পারেন,শেষ পর্যন্ত দেখবেন এই দায়িত্বে নেয়াটাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করেছে,করেছে অনন্য।এই ধরনের কাজ করলে আমার স্ট্যান্ডার্ড নষ্ট হবে-এই আশংকায় নিজে উদ্যোগ নিয়ে আমরা কাজ শিখি না।অথচ দেখুন বিখ্যত ব্যক্তিরা সব কাজকেই সম্মান করতেন।আমেরিকান সিভিল ওয়ারের সময় পররাষ্ট্রম্নত্রী হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট লিংকনকে জুতো পালিশ করতে দেখে খুব অবাক হলেন।বললেন,স্যার,আমাদের দেশে কোনো ভদ্রলোক নিজের জুতো পালিশ করেন না।লিংকন তাঁর স্বভাবসুলভ বাকপটুতার সজ্ঞে পাল্টা প্রশ্ন করে জানতে চাইলেন,তাহলে কার জুতো পালিশ করেন তাঁরা।

বিষয়: বিবিধ

৯৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357325
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : কথাতো সঠিক বলেছেন, কিন্তু কথা হল আমার নামের সাথে শেখ থাকায় অনেক বিড়ম্বনা সইতে হয়৷ আপনারও আছে৷ তাই আপনাকেও হয়তো টুঙ্গীপাড়া পাঠানো হতে পারে৷ সাবধান৷
357329
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৯
শেখ জাহিদ লিখেছেন : সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ । নাশকতা হতে পারে এমন অভিযোগের ভিত্তিতে নাকী?
357334
২০ জানুয়ারি ২০১৬ রাত ১০:০১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হাহাহা আচ্ছামত দিছেন লিংকন। এরাম জ্ঞানীই হওয়া চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File