সত্যিকার স্মার্ট সে- ই যার আন্তপ্রত্যয় ও গুণাবলী মানুষেকে আকৃষ্ট করে

লিখেছেন লিখেছেন শেখ জাহিদ ১১ জানুয়ারি, ২০১৬, ০৫:৫৪:৩৬ বিকাল

স্মার্ট বা ব্যক্তত্ববান বলতে বুঝি যে যত বিপরীত লিজ্ঞকে আকৃষ্ট করতে পারে। আসলে বিপরীত লিজ্ঞকে আকৃষ্ট করা একটি পস্তসুভল প্রবণতা। সত্যিকারের স্মার্ট সে-ই আত্ববিশ্বাস ও মানবিক জ্ঞুণাবলি তাকে মানুষের দিকে আকৃষ্ট করে।যার উপস্থিতিই চারপাশকে প্রশান্ত করবে এবং তিনি যেখানেই যান যার সাথে দেখা করেন তার জীবনে আন্দনিয়ে আসেন।আসলে ব্যক্তিত্ব হলো আপনার প্রাণবন্ততা যা আপনার মন চিন্তাধারাকে ছাপিয়ে আপনার কথা,কাজ ও আচারন প্রকাশিত হয়।আসলে সসত্যিকারের ব্যক্তিত্ব হলো একজন মানুষের আত্নবিশ্বাস, মমতা,বিনয়,দক্ষতার সমন্বয়ে এমন এক অবস্থা যার ফলে যেকোনো মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তার দিকে আকৃষ্ট হয়। অন্তাগত শক্তি যার মধ্যে আছে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন ০১. প্রো-একটিভ আচারণ- দৃষ্টিভজ্ঞি ও প্রকাশিত আচারণের সমন্বত রুপ হচ্ছে চরিত্র।উভয় ক্ষেত্রেই একজন ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তি সবসময় প্রো-একটিভ থাকবেন। কোনো সমস্যায় পড়লে তিনি হা হতাশ করেন না, বরং কীভাবে সমস্যার জট খোলা যায় তার প্রচেষ্টায়য় তিনি ব্যাপৃ থাকেন। তিনি বিশ্বাস করেন,মস্তিষ্ক হচ্ছে তার সবচেয়ে নির্ভরযোগ্য সজ্ঞী। হুজুগে বা কোনো প্রলোভনে পড়ে নয় বরং ঠান্ডা মাথায় বুদ্ধি ও হিকমা পয়োগ করে তিনি কাজ করেন।অন্যের কাছ থেকে তিনি যে আচারণ প্রত্যাশা করেন সে আচারণ আগে নিজের করে বাস্তব দৃষ্টান্ত তৈরি করেন। তার লক্ষ্য ও কর্মপহায় সবসময় অবিচল থাকেন। তিনি কখনো অন্যের কথায় কষ্ট বা দুঃখ পান না,অন্যের প্রশংসায় বিগলিত হন না।তার জীবনে নিয়ন্ত্রন তার হাতেই তাকে। তিনি জীবনযুদ্ধের এক জন সৈনিক।সত্যিকারের যুদ্ধা সে-ই যিনি জানেন কখন অস্ত্র সংবরণ করতে হয়। কেন আমরা দুঃখ পাই বা কষ্টে ভুগি কারণ নিজের ওপর নিজের কোনো লাগাম বা নিয়ন্ত্রণ নাই।অপমান হচ্ছে জাল নোটের মতো কেউ যদি তা নিতে না চায় তাহলে তাকে তা দেয়া যায় না।

বিষয়: বিবিধ

১৬২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356678
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম কে প্রথম স্থান অধিকার করা সত্বেয় ভারিতয় বিমানবাহিনিতে নেওয়া হয়নি যথেষ্ট স্মার্টনেস্ না থাকায়। কিন্তু সময় তাকে ভারতের রাষ্ট্রপতির পদে নিয়ে গেছে।
356695
১১ জানুয়ারি ২০১৬ রাত ১০:০০
আফরা লিখেছেন : খুব ভাল লাগল অনেক ধন্যবাদ।
356737
১২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৪
শেখ জাহিদ লিখেছেন : সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
356873
১৪ জানুয়ারি ২০১৬ রাত ০১:২১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই শেখ জাহিদ আপনার লিখাটা ভাল লাগলো, তবে বানানে কিছু ভুল আছে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File