সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই
লিখেছেন লিখেছেন শেখ জাহিদ ০৫ জানুয়ারি, ২০১৬, ০৯:৪৪:১৮ সকাল
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই
শিক্ষার ব্যপারে সবচাইতে কাযর্কর ও প্রভাবশালী হচ্ছে শিক্ষার পরিবেশ। শিক্ষার পরিবেশ বলতে বুঝায় শিক্ষণীয় বিষয়, শিক্ষদানের পদ্বতি, মনোভাব এবং শিক্ষার্থীর শিক্ষালাভের মূলে কাযর্কর মনোভাব এবং ছাত্র-শিক্ষক ও ছাত্রদের পারস্পরিক সম্পর্ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম-নীতি। " শিক্ষা জাতির মেরুদন্ড" এ জাতীয় প্রবাদ প্রবচনে আজ আর মানুষের বিশ্বাস থাকছে না।কারন প্রায় প্রতিদিনই আমরা পত্রিকার পাতা খুললে দেখতে পাই শিক্ষাঙ্গনে ধষর্ণ,নিযার্তন,চাঁদাবাজি, সন্ত্রাসী, কাযর্কলাপ। শিক্ষা গ্রহণের জন্য বাবা- মা সন্তানদের পাঠাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে।কিন্ত তাদের কেউ হয়ে যাচ্ছে সন্ত্রাসী আর কেউ ফিরে যাচ্ছে লাশ হয়ে বাবা মার কোলে। আজ যারা ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী নিরীহ মানুষ তারা সন্ত্রাসীদের হাতে জীবন দিচ্ছে। যে মায়ের মেয়েরা এসিড দ্বগ্ব হচ্ছে, ধর্ষিতা হচ্ছে জীবন্ত ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষাত করতে পাঠিয়ে ফিরে পাচ্ছে লাশ। এসব মায়েদের জন্য আমাদের জবাবটা কি? নির্দোষ শিক্ষাথীর রক্তে ভিজে যাচ্ছে শিক্ষাঙ্গনের পবিত্র মাটি। আপমাণিত হচ্ছে শিক্ষক। বিদ্যানুশীল সমাজকে একনিঠ হতে হবে। একক গোঠীর মাধ্যমে এই বিশৃখলা দূর করা সম্ভব নয়। তাই সকললের সমববেত প্রচেষ্টার মাধ্যমে এই নৈরাজ্যক পরিবেশের অবসান ঘটুক। এটা সকললের কামনা। সাথে সাথে সন্ত্রাস সুঠ স্বভাবিক জীবনের পরিপ্নহী। শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসের মুলোৎপাটন করে শিক্ষার সুন্দত পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যেই জাতির প্রকৃত কল্যাণ নিহিত।তাই ছাত্রদের শ্লোগান হওয়া উচিত 'অস্ত্র ছেড়ে কলম ধরি,সবাই এসো পড়ালেখা করি।'
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন