ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই . . . . .

লিখেছেন লিখেছেন আধার রাতের মুছাফির ৩১ আগস্ট, ২০১৬, ১০:০২:৪৮ সকাল

ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই . . . . .

-------------------------------------

বন্ধু তুমি শাহবাগের মোড়ে দাড়িয়ে উচ্চস্বরে বলছো ফাঁসি চাই, তাতে আমার কোন দুঃখ নাই। কিন্তু তুমি কি একবার চিন্তা করেছো, তোমার আদরের ছোট ভাইটির কথা ? যে ৪-৫ বছর বয়সে ফাঁসি ফাঁসি বলে চিৎকার করতে শিখেছে তার কথা । মানুষের মৃত্যু নিয়ে অট্টহাসি আর আনন্দ দিতে পারে এটা কোন সভ্যতা ? এটা তার শিশু মনে কােন ধরনের ইফেক্ট পড়তে পারে একবারও কি ভেবে দেখেছো ?

ছোটবেলায় মানুষের ব্রেন সার্কিটগুলি স্থায়ীভাবে বদলে যায় দৃশ্যমান কোন শক্ত ঘটনার প্রতিফলনের জন্য। তাই তুমি তোমার ছোট ভাইবোনের কিংবা প্রিয় সন্তানের জন্য কোন ধরনরে সার্কিট মাথার মধ্যে রাখবে তা তোমার দায়িত্ব। হতে পারে ফাঁসির দাবিটা তোমার জন্য বুমেরুং ।

বিচারের আগে “ফাঁসি চা্ই” কথাটা কতটা নীতিগত ভূল তা অামি বলবো না। আমি জানতে চাইনা ভবিষৎ প্রজন্মের জন্য আমরা কি বার্ত‍া রেখে গেলাম ? শুধু বলতে চাই ইতিহাসেরও ইতিহাস থাকে। আমরাই তো ইতিহাস তৈরী করি। সন্দেহ নেই আজকের ঘটনা আগামির ইতিহাস

বিষয়: বিবিধ

৮০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376992
৩১ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৫৪
সাম্য বাদী লিখেছেন : হক কথা। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
376995
৩১ আগস্ট ২০১৬ বিকাল ০৪:০৬
হতভাগা লিখেছেন : নিজামী , মুজাহিদ , বাঙ্গালী ভাই (মীর কাশেমের নতুন নাম নাকি) য়েরা ৭১ এ শিশুদের সামনে তাদের আপনজনদেরকে ধরে নিয়ে গিয়েছিল ।

পাপ করলে একদিন না একদিন তার প্রায়শ্চিত্ত করতে হয় ভায়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File