আমার এক প্রিয়জন/বন্ধু/ভক্ত ...

লিখেছেন লিখেছেন সাগর আর্ট ২৭ আগস্ট, ২০১৫, ০১:৩৭:০২ রাত

আমি দোকনে বসে রয়েছি...

বোরাকা পড়া এক নারী আমার দিখে তাকিয়ে হাসছে, আস্তে আস্তে আমার দোকানের দিখে আসছে... অতঃপর

নারী:- হায় সাগর ভাইয়া! আস্সালামু আলাইকুম...

আমি:- ওয়া আলাইকুম সালাম, বসুন... এবং বলুন আপনার জন্য কি করতে পারি?

নারী:- বসবোনা, আমার জন্য কিছু করতেও হবেনা।।

আমি:- হা-- করে রইলাম........

নারী:- আমাকে চিন্তে পেরেছেন??

আমি:- না,!!

নারী;- আমি সালেহা আক্তার সুমি (ছদ্ধ নাম)।

আমি:- হুম, এবার চিন্তে পেরেছি।।

নারী:- আপনার জন্য একটা গিফ্ট ( উপহার) এনেছি... গ্রহণ করলে খুশি হবো...

আমি হাত বাড়ালাম.....

..... আমার পক্ষ থেকে তাকে তখন কিছুই দিতে পারিনি, কারণ- দোকানে আরো কয়েকজন নারী বসা ছিলো...

... অবশেষে ফেসবুকেই ধন্যবাদ জানালাম.....

সালেহা আক্তার সুমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।। ভাল থেকো...





বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338068
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:২৮
আবু জারীর লিখেছেন : তাকে কিছু দিতে পারেন নি কিন্তু ফটো তো ঠিকই তুলেছেন? কারণ পয়সা লাগেনা তাই। কিছু দিতে গেলেইতো পয়সা খরচ হত। এতদিন জানতাম ছেলেরা এ ব্যপারে উদার কিন্তু আপনি ধারনাটাই বদলে দিলেন। আপনি এত হার কিপ্টে কেন ভাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File