শরণার্থী রাসুলের সাঃ এর দেখার জন্য মদিনার আনসারের বড় অভাব।।

লিখেছেন লিখেছেন বিনতে আদেল ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫২:২৯ দুপুর



আমার প্রিয় রাসুল সা:

মুহাজির (শরণার্থী) ছিলেন।

মদিনাবাসী তাকে সহ তার সহচর দের আশ্রয় দিয়েছিল ধর্মীয় পরিচয়ে নয়। মানুষত্বের পরিচয় দিয়ে।

হায়রে আমরা মুসলমান, আমার স্বজাতি কে দুর দুর করে তাড়িয়ে দেই অন্যের দুয়ারে।

কায়েমি সার্থের লোভে রক্ত গংগায় ভাসিয়ে দিচ্ছি প্রিয় নবীর উম্মাতের খুনে।

কোথায় আমাদের সীশা ঢালা প্রাচীরের বাধন।

কোথায় আমাদের মোমিন মোমিনের আয়না।

কোথায় হে মানবতার বন্ধু।

কোথায় খোলাফায়ে রাশেদা।

কোথায় তারিক, মূছা, সালাউদ্দিন, খালিদ।

←→°←→°←→°←→°←→

আজ যাদের এই বিপদে এগিয়ে আসার কথা।

সেই

বায়তুল্লাহ ও মসজিদে হারামের

মহান খাদেম (সৌদ রাজ) বংশ বিশ্ব মুসলিমকে হতাশ করেছে। গ্রাফে দেখুন তারা কয়জন সিরিয়ার মুহাজির কে আশ্রয় দিয়েছে।

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File