জেনে নিন কোন দেশে কত ঘণ্টায় রোজা--

লিখেছেন লিখেছেন রফিক খন্দকার ০৭ জুন, ২০১৬, ১১:৪৮:২০ রাত



গত পরশু থেকে সারা বিশ্বব্যাপি পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রোজা যেহেতু সূর্যাস্ত এবং সূর্য উদয়ের সাথে সম্পৃক্ত তাই বিভিন্ন দেশে রোজার সময়ে ভিন্নতা রয়েছে। সারাবিশ্বে রোজা পালনে কোন দেশ কত ঘণ্টা করে রোজা থাকতে হচ্ছে তারই একটি চিত্র তুলে ধরেছে আরব আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস। বলে রাখা ভাল পৃথিবীর সব দেশেই রাত বা দিনের দীর্ঘতা এক রকম নয়। ভৌগলিক অবস্থান অনুযায়ী একেক দেশে একেক রকম। রোজা যেহেতু ঘড়ির কাটা ধরে সময় নির্ধারণ করে হয় না তাই এই ভিন্নতা।

খালিজ টাইমস এর হিসেব অনুযায়ী , সবচেয়ে দীর্ঘসময় রোজা থাকতে হচ্ছে সুইডেন ও ডেনমার্কের মুসলিমদেরকে। আর, সবচেয়ে কম সময় রোজা থাকছেন আজেন্টিনা ও অস্ট্রেলিয়ার মুসিলমরা। এই দুই দেশে মাত্র ১০ ঘণ্টা রোজা থাকতে হচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক; কোন দেশের মুসলিমরা রমজানে কত ঘণ্টা রোজা থাকছেন...

১। ডেনমার্ক : এই দেশের মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা থেকে রমজান পালন করছেন। সেহরি খাওয়ার পর থেকে ইফতারি পর্যন্ত মোট ২১ ঘণ্টা রোজা থাকতে হয় দেশটির মুসলিমদের।

২। আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে : সময়ের দিক থেকে দুই নম্বরে থাকা এই তিন দেশের মুসলিমদেরকে ২০ ঘণ্টা রোজা থাকতে হয়।

৩। নেদারল্যান্ড ও বেলজিয়াম : এই দুই দেশে সাড়ে ১৮ ঘণ্টা রোজা রাখতে হয়। এরপরেই আছে স্পেন (১৭ ঘণ্টা), জার্মানিতে সাড়ে ১৬ ঘণ্টা রোজা থাকতে হয়। বিগত ৩০ বছরের মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ১৬ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হচ্ছে।তবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালিতে উপবাস ১৬ ঘণ্টা।

৪। মধ্যপ্রাচ্য : সংযুক্ত আরব আমিরাতে ১৫ ঘণ্টা, মিসরে ১৬ ঘণ্টা, ফিলিস্তিনে ১৫ ঘণ্টা রোজা পালন করতে হচ্ছে। ইয়েমেনের মুসলিমরা ১৪ ঘণ্টা ৫০ মিনিট, কাতারের ১৪ ঘণ্টা ৪০ মিনিট, কুয়েত, ইরাক, জর্ডান, আলজেরিয়া, মরক্কো, লিবিয়া, সুদানে ১৪ ঘণ্টা রোজা থাকছেন। সৌদি আরবে ১৫ ঘণ্টা।

৫। এশিয়া : পাকিস্তানে ১৫ থেকে ১৬ ঘণ্টা রোজা পালন করতে হচ্ছে, বাংলাদেশের মুসলিমরা ১৫ ঘণ্টা রোজা থাকছেন। ভারতে স্থানভেদে ১৪ থেকে ১৬ ঘণ্টা রোজা হয়ে থাকে।

৬। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া : এইসব দেশের মুসলিমরা বেশি ভাগ্যবান কারন সবচেয়ে কম সময় রোজা রাখা হচ্ছে এই দুই দেশে। আজেন্টিনায় সাড়ে ৯ ঘণ্টা ও অস্ট্রেলিয়ায় ১০ ঘণ্টা, ব্রাজিলে ১১ ঘণ্টা রোজা রাখছেন মুসলিমরা।

রমজান সবার জন্য সৌভাগ্য বয়ে আনুক। রমজান যেন আক্ষরিক অর্থেই ত্যাগের শিক্ষা দেয় সবাইকে এবং সারা জীবন যেন এই শিক্ষা মানুষের জীবন যাপনে প্রয়োগ হয় এই কামনা রইল।

সুত্রঃ ইন্টারনেট

বিষয়: বিবিধ

১৬০৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371311
০৮ জুন ২০১৬ রাত ১২:৫৫
আবু জারীর লিখেছেন : জানলাম।
ধন্যবাদ।
১০ জুন ২০১৬ রাত ০১:১৮
308349
রফিক খন্দকার লিখেছেন : ধন্যবাদHappy
371317
০৮ জুন ২০১৬ রাত ০১:১৯
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১০ জুন ২০১৬ রাত ০১:১৮
308348
রফিক খন্দকার লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
371320
০৮ জুন ২০১৬ রাত ০১:২৫
শেখের পোলা লিখেছেন : আমিন্।
১০ জুন ২০১৬ রাত ০১:১৭
308347
রফিক খন্দকার লিখেছেন : আমিন
371321
০৮ জুন ২০১৬ রাত ০১:২৮
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ।
১০ জুন ২০১৬ রাত ০১:১৭
308346
রফিক খন্দকার লিখেছেন : ধন্যবাদ
371326
০৮ জুন ২০১৬ রাত ০১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
কয়েকবছর পর কিন্তু এর বিপরিত হয়ে যাবে।
১০ জুন ২০১৬ রাত ০১:১৭
308345
রফিক খন্দকার লিখেছেন : ঠিকি বলেছেন।
371337
০৮ জুন ২০১৬ রাত ০৩:২৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
ইটালি অধিবাসী রোযা রাখছরন ১৮ ঘন্টা।
১০ জুন ২০১৬ রাত ০১:১০
308338
রফিক খন্দকার লিখেছেন : ইটালির কথা অবশ্য খালিজ টাইমস ১৬ ঘণ্টা লিখেছে। হতে পারে যেই এলাকা ধরে হিসেব করেছে সেখানে ১৬। অন্য কোন এলাকায় ১৮। যেমনটা ভারতে কম বেশি হয়। আমি আরও নিশ্চিত হবার জন্য এক প্রবাসী ভাইকে জিজ্ঞেস করেছি-- উত্তর পেলেই জানাবো।
371340
০৮ জুন ২০১৬ রাত ০৩:৫৫
ইরফান ভাই লিখেছেন : সুন্দর একটি পোস্ট! ভাল লাগলো...
১০ জুন ২০১৬ রাত ০১:১৬
308344
রফিক খন্দকার লিখেছেন : ধন্যবাদ
371344
০৮ জুন ২০১৬ রাত ০৪:৫২
সরকার বিরোধী লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ ।
১০ জুন ২০১৬ রাত ০১:১৬
308343
রফিক খন্দকার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
371354
০৮ জুন ২০১৬ সকাল ০৯:০১
হতভাগা লিখেছেন : দেশে ২০ ঘন্টা+ রোজা রাখতে হয় সে সব দেশে কি সব সময়ই এরকম ? নাকি ৬ মাস পর মানে ১৮ বছর পর ব্যাপারটা রিভার্স হয় ?
১০ জুন ২০১৬ রাত ০১:১৫
308342
রফিক খন্দকার লিখেছেন : আরবি মাস তো পরিবর্তনশীল। তাই রিভার্স হবেই। আমি শীতের মাঝে কাপতে কাপতে সেহেরি খেতাম- আবার সেই দিন আসবে
১০ জুন ২০১৬ সকাল ০৯:৫৩
308363
হতভাগা লিখেছেন : মাত্র ৩-৪ ঘন্টা রোজা থাকা যেত
১০
371401
০৮ জুন ২০১৬ দুপুর ০২:১৫
সন্ধাতারা লিখেছেন : Salam. Beautiful efforts mashallah.
১০ জুন ২০১৬ রাত ০১:১৩
308340
রফিক খন্দকার লিখেছেন : সালাম নিলাম, অনেক ধন্যবাদ আপনাকে।
১১
371580
১০ জুন ২০১৬ রাত ০১:১২
রফিক খন্দকার লিখেছেন : সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা আমার লিখা ছাইপাশ পরেন বলেই লিখার সাহস পাই। না হলে নিজের খেয়ে কি দরকার ? সবার প্রতি ভালবাসা রইল।
১০ জুন ২০১৬ রাত ০১:১৯
308351
রফিক খন্দকার লিখেছেন : দুঃখিত, একজনের মন্তব্য মনে হয় ভুলে ডিলিট করে ফেলেছি--

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File