বিশ্বাস না মানুষ, দায়ী কে ?
লিখেছেন লিখেছেন রফিক খন্দকার ০৪ নভেম্বর, ২০১৫, ০১:০৯:৫৬ রাত
ধর্ম কাউকে কোপাতে পারেনা, পারেনা কাউকে হত্যা করতে। কিভাবে পারবে? ধর্মের তো কোন হাত নেই পা নেই রাগ নেই গোস্বা নেই। না আছে চাপাতি না আছে বন্দুক। ধর্ম তো একটা বিশ্বাস আর কিছু নিয়ম কানুনের সমষ্টি।
রাগে মানুষে, কোপায় মানুসে, মরেও মানুষে।
অধর্ম কাউকে গালি দিতে পারে না, কাউকে অশ্লীল আক্রমণ করতে পারে না। কাউকে কষ্ট দিতে পারে না। কিভাবে দেবে। অধর্মের কোন হাত নেই পা নেই, নেই কি বোর্ডের বোতাম। নেই কার্টুন আকার হাত।
অধর্ম হল প্রচলিত বিশ্বাসের বিপরীতে বিশ্বাস। প্রথা ভাঙ্গার প্রথা।
গালি দেয় মানুষ, অশ্লীল আক্রমণ করে মানুষ, কার্টুনও আকে মানুষে।
মানুষ মানুষ কে কষ্ট দেয়, মানুষ কে হেয় করে তিরস্কার করে আবার মানুষ মানুষকে কোপায়। সবই মানুষ নিজেরাই করে।
প্রশ্ন হচ্ছে- কেন করে? সবকিছুর মুলে আছে ধান্দা। কিছু পয়সা, কিছু সস্তা সম্মা্ন, কিছু আরাম আয়েস, কিছু লোভ আর হীন মানসিকতা।
আমাদের সমাজে এমন মানুষ নিশ্চয়ই দেখেছেন যারা শান্ত শিষ্ট মৌমাছির চাকে অকারনেই ঢিল ছুড়ে পালায়। তারপর মৌমাছি গুলো পুরো এলাকা ছড়িয়ে পড়ে আর যাকে পায় তাকেই হুল ফোটায়। আবার কিছু মানুষ দেখেছেন যারা কোন শান্ত শিষ্ট কুকুরকে কোন কারন ছাড়াই লেজ ধরে হ্যাঁচকা টান দিয়ে পালিয়ে যায়। আর কুকুর গগন বিদারি আওয়াজ তুলে অন্য কাউকে কামড়াতে যায়। এসব করাই হলই হীন মানসিকতা। এভাবেই তারা বিকৃত আনন্দ লাভ করে।
সব মানুষ গুলোর আড়ালে থাকে কিছু অদৃশ্য মানুষ যারা কলকাঠি নাড়ায়। তারাই চোরকে বলে চুরি কর আবার গৃহস্থ কে বলে ধর ধর।
লাভ নেই কোন দিন এইসব মানুষ গুলকে দেখতে পাবেন না, তারা জিনের মত অদৃশ্য, এলিয়েনদের মত অনাবিষ্কৃত। কোপা কুপি কিংবা লিখা লেখি বলেন বন্ধ হবে না। গেম চলবে -------- ধান্দা ইজ অন।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন