এমনেস্টি ইন্টারন্যাশনাল একটি জঙ্গি সংগঠন ??

লিখেছেন লিখেছেন রফিক খন্দকার ০১ নভেম্বর, ২০১৫, ১২:১৩:২৩ রাত

গতকাল (৩০-১০-১৫)একটা নিউজ দেখেছিলাম। যেটা বেশ কয়টি নামকরা পত্রিকার শিরোনাম হয়েছিল। নিউজটা হল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার বলেছেন " এমনেস্টি ইন্টারন্যাশনাল একটি জঙ্গি সংগঠন।"

ইমরান সরকার এর যুক্তি হল যে সিরিয়া ফিলিস্তিন সহ সারা বিশ্বে নানা ভাবে মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে কিন্তু সেই ব্যাপারে এমনেস্টি ইন্টারন্যাশনাল নাক গলায় না ,অথচ বাংলাদেশের কোন মানবতা বিরোধী অপারাধির বিচার হলে তার জন্য গলা ফাটিয়ে বিবৃতি দেয়।

কথাটি যথেষ্ট যুক্তিপূর্ণ, আবেগি এবং ক্ষেভের বহিঃপ্রকাশ। গরিবের বউ সবার ভাবি, তাই সবাই একটু হাত ধরতে পারে একটু গা ঘেষতে পারে এরকম ব্যাপার টা। আমার কাছেও মনে এমনেস্টি ইন্টারন্যাশনাল পক্ষপাত দুষ্ট এক বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করে। একচোখা আর কি।

তবে প্রশ্ন টা হচ্ছে, এই সব কারনে কি এমনেস্টি ইন্টারন্যাশনাল কে জঙ্গি সংগঠন বলা যায়? পক্ষপাতদুষ্ট আর জঙ্গি তো এক জিনিস না। গণমাধ্যমে কোন কিছু বলার আগে হাজারবার চিন্তা করা উচিত। গণমাধ্যমে বলা মানে প্রমান সহ নিশ্চিত হয়ে বলা। তার মানে ব্যাপারটা দাঁড়ালো ইমরান সরকার এর হাতে নিশ্চয়ই প্রমান আছে যে " এমনেস্টি ইন্টারন্যাশনাল একটি জঙ্গি সংগঠন।" ব্যাপারটা অভার এক্টিং হয়ে গেল না ?????

যাই হোক আমরা অপেক্ষায় আছি যে " এমনেস্টি ইন্টারন্যাশনাল এই কথার জবাব আনুষ্ঠানিক ভাবে জানতে চাইবেন এবং মি সরকার তার যথা যথ প্রমান সহ দলিল উপস্থাপন করবেন যে এমনেস্টি ইন্টারন্যাশনাল আসলেই একটি জঙ্গি সংগঠন।" এমনেস্টি যদি জবাব না জানতে চায় তাহলে বুজতে হবে ওরা ইমরান কে পাবলিক ফিগার হিসাবে কাউন্ট করে নাই।

মজার ব্যাপার হল এই বক্তব্য কে হালাল করার জন্য আরো বিভিন্ন প্রজাতির স্বঘোষিত শুসিল ! রা আরো বক্তব্য দিচ্ছেন।

আমরা একটি নতুন সত্যের মুখমুখি হতে যাচ্ছি ভাবতেই দারুণ লাগছে !!!!!!!

বিষয়: রাজনীতি

১৩২২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348032
০১ নভেম্বর ২০১৫ রাত ১২:২০
রক্তলাল লিখেছেন : এ্যামনেস্টি বিলোপ করে ছাত্রলীগরে এই দায়িত্ব দেয়া উচিৎ। তখন জংগি কাজ হবে না!

সব স্বাধীনতাবিরোধী আর জংগি শুধু ইনু গুন্ডা আর কুত্তালীগ ছাড়া!
০১ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৩
288942
অপি বাইদান লিখেছেন : এ্যামেনিষ্টি মৃত্যু দন্ডের বিরোধী। কিন্তু মুমিনের আল্লা ভাইরাস মৃত্যু দন্ডের কর্নধার। আপনি কার পক্ষে @ ছাগুলাল??
০১ নভেম্বর ২০১৫ রাত ০১:০৭
288945
রক্তলাল লিখেছেন : @অপি ভাইদাঃ নাস্তিকতার বিচারে ভাইরাসের দায় কার উপর?

আপনি ইসলাম বিদ্বেষী পিশাচ ধর্মের অনুসারী।
০১ নভেম্বর ২০১৫ রাত ০১:৪৭
288947
অপি বাইদান লিখেছেন : ইছলাম বিদ্বেষের জন্য অন্য কারো দরকার নেই। আল্লা ভাইরাসে আক্রান্ত মুমিন কুকুরগুলই যথেষ্ট। ইরাক, সিরিয়া, ফাঁকিস্তানে দেখেন্না??
348059
০১ নভেম্বর ২০১৫ সকাল ১০:৪৭
হতভাগা লিখেছেন : চলেশ রিসিলদের মত উপজাতিদের নিয়ে আইরিনদের কাব যাব । মুসলমানদের সাফারিংস দেখা তাদের কাজ নয় ।
348063
০১ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কয়দিন পর শশুড়বাড়িতেও জঙ্গি দেখবে!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File