দ্যা গ্রেট লিডার অফ বাংলাদেশ
লিখেছেন লিখেছেন রফিক খন্দকার ২০ আগস্ট, ২০১৫, ০৮:৫১:৪১ রাত
শেখ মুজিবর রহমানের অনেক উপাধি আছে যেমন, বঙ্গবন্ধু, জাতির পিতা, ইত্যাদি। তবে আমার কাছে সব ছাপিয়ে ভাল লাগে উনার " লিডার" নামটি। উনি আসলে একজন লিডার ছিলেন গ্রেট লিডার। এটা সারা বিশ্বে সন্দেহাতীত ভাবে প্রমানিত এবং স্বীকৃত। মুজুর শ্রমিক কৃষকদের একত্র করে একটা দেশ স্বাধীন করা চারটি খানি কথা নয়, যা উনি পেরেছিলেন। পেরেছিলেন উনার বলিষ্ঠ নেত্রিত্বের গুনেই।
আজকে আমাদের এই মানচিত্র এই পরিচয় দেওয়ার পিছনে উনার মুখ্য ভুমিকা না থাকলে আমরা হয়ত বাংলাদেশি হতাম না। আর মুজিবের জন্য শোক পালন করা আমাদের জন্য লজ্জার আর অপমানের। কারন আমরা গ্রেট লিডার কে নিজেরাই হত্যা করেছি লোভের বশে।
মুজিব একটা ব্রান্ড। আমার মনে হয় এই ব্রান্ড এর স্বত্ব শুধু মাত্র উনার পরিবার বা আওয়ামীলীগের কাছে কুক্ষিগত করে রাখা অন্যায়। এতে উনার সঠিক মূল্যায়ন হয় না। তাই ব্রান্ড টিকে সব বাংলাদেশি তথা বিশ্বের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। দেশের সবকটি রাজনৈতিক দলের উচিত মুজিব কে সকল রাজনৈতিক প্রতি হিংসার উরধে রেখে তাকে সম্মান করা। মুজিবের বেপারে কোন কথা হবে না। উনাকে বাদ দিয়ে রাজনীতি করতে হবে। উনাকে অবশ্যই উনার জায়গায় রাখতে হবে। আর যে কোন মুল্যে মুজিব কে নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে বিভিন্ন চামচা সংগঠনকে। এটা আওয়ামীলীগের ক্ষেত্রেও প্রযোজ্য। আর এই বাণিজ্য বন্ধের বিষয়টা দেখভাল করবে উনার পরিবারের লোকজন বা সংশ্লিষ্ট বেক্তি বা প্রতিষ্ঠান।
সাধুবাদ জানাই বি এন পির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে কারন উনি এবার জন্ম দিনের কেক কাটেন নি। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং শুভ বুদ্ধির উদয় হবে।
লিডার শান্তিতে থাকুন, আমরা আপনাকে ভুলছি না যতদিন পদ্মা মেঘনা যমুনা থাকবে।
(লিখাটি আগে ফেসবুকে প্রকাশিত হয়েছে)
বিষয়: রাজনীতি
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন