মাঠে নামে অজু করে, গোল দিলে সিজদাহ্ক করে!!
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৭ আগস্ট, ২০১৯, ০৮:১৬:৫৫ রাত
মাঠে নামে অজু করে, গোল দিলে সিজদাহ্ করে!
.
মিশরের জাতীয় ফুটবল টিমের পরিচিত মুখ হল মোহাম্মদ সালাহ।
.
১৯৯২ সালে মিশরে জন্ম গ্রহন করেন মোহাম্মদ সালাহ ।
.
বর্তমান বিশ্বের সবচেয়ে-ভদ্র এবং আমার প্রিয় প্লেয়ার হলেন সালাহ।
.
তার কিছু গুন আমাকে সব সময় অনুপ্রানিত এবং মুগ্ধ করে।
.
যেকোন খেলার আগে তিনি অজু করে মাঠে নামেন এবং গোল দিলে মহান মনিবের দরবারে সিজদায় লুঠে পড়েন।
.
তাকে বহুবার দেখেছি, মাঠের মধ্যে দাড়িয়ে দুহাত উপরে তুলে আল্লাহর কাছে মুনাজাত করতে।
.
তিনি কখনও নামাজ কাযা করেন না এবং রোজার মাসে খেলা হলে রোজা রেখেই খেলেন।
.
তিনি যেখানেই যান কুরআনকে বন্ধু রুপে সাথেই রাখেন সবসময়।
.
একটু সময় পেলেই কুরআন খুলে বসে চুপিচুপি পড়া শুরু করে দেন।
.
তিনি অনর্থক আড্ডা দেন না এবং কোন পার্টিতেও যান না।
.
কাউকে কিছু দান করলে একদম অগোচরে দান করেন যেন রিয়া না আসে।
.
রাসূল সাঃ কে ভালবেসে তার মেয়ের নাম রাখেন মক্কা।
.
মক্কাকে ভালবাসার ফলাফল সৌদি সরকার মোহাম্মদ সালাহকে মক্কাতে জমি উপহার দেন।
.
তার এই ব্যক্তিত্ব শুধু আমাকেই নয় সমগ্র বিশ্বে আজ মুগ্ধ করেছে।
.
আল্লাহ রাব্বুল আলামীন মোহাম্মদ সালাহর মর্যাদা আরও বাড়িয়ে দিন।
.
আমীন!!
বিষয়: বিবিধ
৭৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন