আপনি কি ইসলাম নিষিদ্ধ করতে চান ?

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ২১ মার্চ, ২০১৬, ১১:৩৬:০১ সকাল

কলকাতার হাইকোর্টে যখন কুরআন

নিষিদ্ধ করে দেওয়ার মামলা হয়েছিল !

.

তখন এভাবেই বক্তব্য রাখছিলেন

ভারতের দিল্লী শাহী মসজিদের খতিব

আব্দুল্লাহ্ বুখারী !

.

"এ ভারতকে আমরা মুসলমানরা

সাজিয়েছি। এ ভারতের কুতুব মিনার,

তাজমহল, শিশমহল, যা কিছু সুন্দর

আমরাই বানিয়েছি !

.

সেই মুসলমানের কলিজা কুরআন নিষিদ্ধ

করার মত রায় যদি

ভারতের কোন বিচারক দেয় !

.

আমি শুধু দিল্লী জুমা মসজিদের খতিব

নই। আমি ভারত বর্ষের ২০ কোটি

মুসলমানের ইমাম বলছি,

.

"সেই বিচারককে আমি পায়ের নিচে

পাড়ায় ধরে বামহাত দিয়ে তার জিহবাটা

টেনে ছিড়ে ফেলে দেব !

.

খতিব সাহেবের সেই বক্তব্যে সমস্ত

ভারত সেদিন তরতর করে কেঁপে

উঠেছিল !

.

ফলে কুরআন নিষিদ্ধ করার মত

দুঃসাহস আর কেউ করতে পারেননি !

.

৯০%মুসলমানের দেশ এই বাংলাদেশ

,তাই এদেশের জাতীয় ধর্ম হবে

ইসলাম !

.

আসছে ২৭তারিখ বাংলাদেশের জাতীয়

ধর্ম ইসলাম নিয়ে হাইকোর্ট থেকে রায়

দিবে !

.

আমার মনে হয় জাতীয় ধর্ম থেকে

ইসলামকে এই জালিম সরকার তুলে

দিবে !

.

"তাই আমাদের খুব প্রয়োজন একজন

আব্দুল্লাহ বুখারীর মতন সাহসী

খতিব !

.

যিনি ঘোষনা দিবেনঃ ,এ মুসলমানের দেশ

,এ দেশ শাহ জালালের দেশ ,এ দেশ শাহ

মাখদুমের দেশ !

.

তাই এদেশের জাতীয় ধর্মও হবে

ইসলাম !

.

যে বিচারক রাষ্ট ধর্ম থেকে ইসলাম

তুলে দেয়ার রায় দিবে তার জিব্বাহ টা

কেঁটে কুকুরের খাদ্য বানিয়ে দিব !

.

এমন একজন দুঃসাহসী আলেম এবং

উপরের বক্তব্যের অপেক্ষায় আজ

সমস্ত বাংলার মুসলমানরা !

.

যার বক্তব্যে বাংলার জালিম সরকার

ভয়ে তরতর করে কেঁপে উঠবে !

.

কেঁপে উঠবে হাইকোর্টের বিচারকদের

ইসলাম বিরুধী মন !

.

সাবধান! সাবধান!! সাবধান!!!

.

ইসলামের বিরুদ্ধে এমন দুঃসাহসী

সিদ্ধান্ত নিয়ে নিজেরা বিপদে পরবেন

না !

.

আল্লাহর গজবকে ভয় করুন আর নাহয়

ইদুরের গর্ত ও খোঁজে

পাবেনা পালানোর জন্য ।

.

আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের

হেদায়াত দান করুন !

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363118
২১ মার্চ ২০১৬ দুপুর ১২:০৩
শফিউর রহমান লিখেছেন : বলে লাভ নাই...
মুসলিম মরে গেছে।
মরে গেছে আইসিসির নীচে চাপা পড়ে। মরে গেছে ইন্ডিয়ান বস্তাপচা সিরিয়ালের ভীড়ে। হারিয়ে গেছে তাদের ঈমান "ধর্ম যার যার, উৎসব সবার" এর মরু হাওয়ায়। মরে গেছে হাসিনার পুলিশলীগের বুলেটের ঝলকানীতে তড়িতাহত হয়ে।
363132
২১ মার্চ ২০১৬ দুপুর ০২:১৭
কুয়েত থেকে লিখেছেন : দিল্লির চিন্তা বাংলাদেশে করে কি লাভ.? মুদি ক্ষমতায় থেকেও দিল্লিতে খেজরিওয়ালের সাথে নিবার্চনে মুদি পেয়েছে মাত্র ৩টি সিট আল কেজরিওয়াল পেয়েছে ৬৪টি সিট। এটাকি বাংলাদেশে সম্ভব.? তবে ইসলাম জিন্দা হোতাহেয় হার ক্বারবালাকি বায়দ। ধন্যবাদ অঅপনাকে
363227
২২ মার্চ ২০১৬ রাত ০১:২০
শেখের পোলা লিখেছেন : চেতনায় অবগাহন করা মুসলীমরা চেতনায় বুঁদ৷ তেমন সাহস একজনেরও নেই৷ দেখাগাক কি হয়৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File