আপনি আর ডাঃ জাকির নায়েক !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৫ মার্চ, ২০১৬, ১০:৩১:৫৮ সকাল
আপনি মাদ্রাসায় পড়েছেন ?
আপনি পান্জাবী পড়েন ?
আপনি পাগড়ী পড়েন ?
তাই না ,হ্যাঁ খুব ভাল ।
.
আর এজন্যই আপনার এতো অহংকার
এতো দাম্ভিকতা
তাই এতো গর্ববোধ করছেন নিজেকে
নিয়ে !
.
এজন্যই জেনারেল শিক্ষিত, শার্ট পেন্ট
কোট পড়নেওলা ডাঃ জাকির নায়েকের
বিরুদ্ধে লেগে,
তার পিছনে কুৎসা রটাতে ব্যাস্ত হয়ে
পড়েছেন !
.
একটি বার নিজেকে প্রশ্ন করে
দেখুনতো ?
.
আপনি কি পেরেছেন, তার মতো পুরো
বিশ্বে ইসলামের আলোড়ন ছড়াতে !
.
আপনি কি পেরেছেন, তার মতো পুরো
বিশ্বে অমুসলিমদের করা প্রশ্নে দাঁত
ভাঙ্গা জবাব দিতে !
.
আপনি কি পেরেছেন, তার মতো লাখো
লাখো বেধর্মীকে ইসলামে দীক্ষিত
করতে !
.
কিন্তু না তা আপনি পারেননি , যেটি
আপনার করা দরকার ছিলো, তা আপনি
যখন করতেই পারেননি !
.
তা করে দেখিয়েছেন, জেনারেল শিক্ষিত
কোর্ট টাই পড়া M B B S পাস করা
একজন ডাঃ !
.
তবে কি আপনার লজ্জা হওয়া উচিৎ
নয়, এই ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে
লেগেছেন !
.
এতো মাদ্রাসা শিক্ষিত হয়ে যখন কিছুই
করতেই পারছেননা,
তো চুপ থাকুন না ,
.
কেন শুধু শুধু হাজারো লাখো সত্যনিষ্ঠ
পথের পথিকদের নিজেকে রোষানলের
পাত্র বানাচ্ছেন !
.
আশা করছি আপনাদের শুভ বুদ্ধির
উদয় হবে !
.
আল্লাহ আমাদের সরল সঠিক পথে
পরিচালিত করুন !
.
আমীন !
লেখাটি সংগ্রহ করা .
বিষয়: বিবিধ
১২৯২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন