স্বামী ফাঁসীর কাঠগড়ায় তবুও আয়শা নির্ভীক !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৮ মার্চ, ২০১৬, ১১:০৬:৪৫ সকাল
স্বামী ফাঁসীর কাঠগড়ায় তবুও আয়েশা
নির্ভীক !
.
ইসলামী আন্দোলন করেন কিন্তু
খন্দকার আয়েশা খাতুনকে চিনেন না
,এমন লোক পাওয়া কঠিন !
.
খন্দকার আয়েশা ইসলামী আন্দোলনের
কর্মীদের কাছে এক সু পরিচিত নাম !
.
যুবকদের মাঝে ইসলাম প্রচারে
আয়েশার স্বামী করেছেন ছাত্রশিবির
গঠন !
.
আর যুবতীদের মাঝে ইসলাম প্রচারে
আয়েশা করেছেন ছাত্রী সংস্থা গঠন !
.
স্বামী যেমন পড়াশুনা করেছেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ,ঠিক তেমনি তিনিও
পড়াশুনা করেছেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ে !
.
এ যেন এক ঘরে দুই বাঘ ।দুটি বাঘেই
কেউ কারও চেয়ে একটুও কম নয় !
.
আসুন আমরা এ দুটি বাঘের আসল
পরিচয় যেনে নেয় !
.
একজন হলেন মীর কাসেম আলী আর
অন্যজন হলেন তার স্ত্রী জনাবা
আয়েশা !
.
দুই জনেই ছাত্রশিবির এবং ছাত্রী
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং
সভানেত্রী ছিলেন !
.
এই দম্পতির রয়েছে দুটি ছেলে
আলহামদুলিল্লাহ দুজনের একজন
ডাক্তার আর অন্যজন ব্যারেষ্টার!
.
তাদের তিন মেয়ের দুজনকে বিয়ে
দিয়েছেন ,একজন এখনও বিয়ের বাকী
রয়েছেন !
.
এক মেয়েকে বিয়ে দিয়েছেন বীর চট্রলার
সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম
সাহেবের ছেলের কাছে !
.
বাংলাদেশে সামাজিক ,রাজনৈতিক এবং
অর্থনীতিক দিক দিয়েও এ দম্পতির
রয়েছে বিরাট অবদান !
.
আয়েশার স্বামীকে মিথ্যা মামলায়
ফাঁসীর রায় দেয়া হল তবুও আয়েশা
নির্ভীক !
.
ফাঁসীর রায় দেয়ার কিছুদিন পর আয়েশা
আপুকে আমি মেসেজ করলাম !
.
আপু কেমন আছেন ? আর আমাদের
স্যার কেমন আছেন ?
.
উত্তরে তিনি বললেন ,
আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। আর
তোমাদের স্যারও ভাল আছে,শহীদ হবার
জন্য তিনি প্রস্তুত !
.
"শহীদ হবার জন্য তিনি প্রস্তুত "
কথা শুনার পর আমার মুখ দিয়ে সাথে
সাথে আলহামদুলিল্লাহ শব্দটি বেরিয়ে
অসল !
.
আমি ভাবতে লাগলাম আয়েশা আপুকে
নিয়ে,এ কেমন মহিলা ?
.
যার স্বামীকে দেয়া হল ফাঁসীর রায় আর
স্ত্রী হিসাবে তিনি বলেন "আমার
স্বামী শহীদ হবার জন্য প্রস্তুত" !
.
আজকে আপিল বিভাগ থেকে আবারও
মীর কাসেম আলীর ফাঁসীর রায় এসেছে।
.
আমি নিশ্চিত তিনি এক আল্লাহ ছাড়া
আর কোন কিছু ভয় করবেন না !
.
প্রিয় আয়েশা আপু বাংলাদেশ ইসলামী
আন্দোলনে তোমাদের যে অবদান তার
মধ্যেই তোমরা চিরস্বরনীয় হয়ে
থাকবে !
.
আল্লাহ রাব্বুল আলামীন খন্দকার
আয়েশা আপুকে হযরত আয়েশা (রাঃ)
এর মত কবুল করূন !
.
আমীন !
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন