আমি সাঈদী প্রেমিক !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৫ জানুয়ারি, ২০১৬, ০৮:১০:৩৩ রাত
আমি যখন খুব ছোট তখন আল্লামা
সাঈদীর ছবি দেখে দেখে আমি তার
প্রেমিক হয়েছি ।
.
আমি যখন ৬/৭বছরের তখন বড়
ভাইদের মুখে সাঈদী নাম শুনে তার
প্রেমিক হয়েছি ।
.
যখন আমি ১০/১২বছরের তখন
টেপের ক্যাসেট শুনে শুনে আমি সাঈদী
প্রেমিক হয়েছি ।
.
যখন আমি ১৫/১৬বছরের তখন আমি
তার দল করে প্রেমিক হয়েছি ।
.
যখন আমি ১৯/২০বছরের তখন আমি
তার বিভিন্ন তাফসীর মাহফিলে গিয়ে
তার প্রেমিক হয়েছি ।
.
তার কন্ঠে কুরআন শুনে আমি তার
প্রেমিক হয়েছি ।
.
তার কন্ঠে হাদীস শুনে আমি তার
প্রেমিক হয়েছি ।
.
আজ যখন আমার বয়স ২৬/২৭বছর
তখন আমি আমার প্রেমিককে না পেয়ে
আরও বেশী প্রেমিক হয়েছি ।
.
আমি আমার সেই প্রেমিকের অভাবে
আজ একাকিত্ব ।
.
আমার জিবনের চেয়েও বেশী যে
প্রেমিককে আমি ভালবেসেছি ।
.
তার সে ভালবাসা থেকে আজ আমাকে
দূরে রেখেছে এক জালিম নিষ্ঠুর
সৈরশাসক ।
.
আজ আমি যখন শুনি আমার ভালবাসার
সে প্রেমিককে মিথ্যা মামলায় ফাঁসীর
চেষ্টা করছে !
.
তখন আমি মাঝে মাঝে জ্ঞান হাড়িয়ে
ফেলি আবার যখন জ্ঞান ফিরে আসে
তখন দুচোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে
থাকে ।
.
আমি আমার প্রেমিককে না পেয়ে শুধু
আল্লাহর কাছে প্রার্থনা করি ,
.
হে আল্লাহ তুমি আমার প্রেমিককে
আরেকবার আমার মাঝে ফিড়িয়ে দাও!
.
আমীন !
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন