ভূমিকম্পের মালিক . লেখক আল মুজাহিদ আরমান

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৫ জানুয়ারি, ২০১৬, ০৭:৩৬:৩২ সকাল

আমরা ভূমিকম্পের মালিককে যদি

ভূমিকম্পের মত ভয় করতে পারতাম

তবে সফল হতাম। ভাই, পালানোর

জায়গা কোথায়? আল্লাহর ভূখণ্ডের

বাহিরে যাওয়ার সাধ্য আছে কারো? এই

মুহুর্তে আমাদের তাওবাহ করা উচিত।

আমরা কি একটু ভেবে দেখেছি, কেন এত

এত ভূমিকম্প হচ্ছে??

:

রাসূলুল্লাহ (সা) বলেছেন, "এই

উম্মতের মাঝে ভূমিধ্বস, আকৃতি

পরিবর্তন, সলিল সমাধি হবে। কোন

এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া

রাসূলাল্লাহ! তা কখন হবে? তিনি

বললেন, যখন এই উম্মতের মাঝে

গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদপান দেখা

দিবে।" [তিরমিযী]

:

আল্লাহ সতর্ক করছেন, "এখনও কি

এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে

নিশ্চিন্ত যে, আমার আযাব তাদের

উপর রাতের বেলায় এসে পড়বে অথচ

তখন তারা থাকবে ঘুমে অচেতন।"

(সূরা আল-আরাফঃ ৯৭)

:

অলরেডি গযব শুরু হয়ে গেছে। আল্লাহর

দিবে ফিরে আসা ছাড়া কোন গতি নেই।

আল্লাহ বলেন, "কঠিন শাস্তির পূর্বে

আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি

আস্বাদন করাব, যাতে তারা

প্রত্যাবর্তন করে।" [সুরা সাজদাহঃ

২১]

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356166
০৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৪
হতভাগা লিখেছেন : বিপদে পড়লে মানুষ আল্লাহকে খুব করে ডাকতে থাকে । উদ্ধার পেলে সঠিক পথে চলবে বলে ঠিক করে।
কিন্তু আল্লাহ যখনই তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আনেন তখনই তারা সেটা অস্বীকার করে স্বল্প সংখ্যাক ছাড়া ।

গতকালের ভূমিকম্প যখন হয়েছিল সময়টা ছিল ফজরের আযানের ঠিক আগ মুহূর্তে । এমন মনে হয়েছে যে আল্লাহ তার অলস বান্দাদেরকে সঠিক সময়ে ফজরের নামাজ পরার জন্যই এই নাড়ানীটা দিয়েছেন ।

ফলে দেখা গেছে যে ফজরের নামাজ অনেকেই সঠিক সময়ে পড়ে নিয়েছে বাসায় বা মাসজিদে।

কিন্তু এটা যে আবার আগের ধারাতেই ফিরে আসবে সেটা বলাই বাহুল্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File