আবু বকর রাঃ জান্নাতী

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ২২ অক্টোবর, ২০১৫, ০৮:৫৯:৪০ সকাল

হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত ।

তিনি বলেন ,রাসূল সাঃ বলেছেন

,তোমাদের মধ্যে কে আজ রোযাদার ?

আবু বকর বললেন ,আমি ।রাসূল সাঃ

বললেন, তোমাদের মধ্যে কে আজ

মিসকিনকে খাদ্য খাইয়েছে ?আবু বকর

বললেন ,আমি ।রাসূল সাঃ বললেন

,তোমাদের মধ্যে কে আজ জানাযা

উপস্থিত হয়েছে ?আবু বকর বললেন

,আমি ।রাসূল সাঃ বললেন ,তোমাদের

মধ্যে কে আজ রুগ্ন ব্যক্তিকে দেখতে

গিয়েছে ? আবু বকর বললেন ,আমি ।

অতপর রাসূল সাঃ বললেন ,কোন

ব্যক্তির মধ্যে এসবগুণাবলীর সমাহার

হলে সে জান্নাতী হবে ।

(হাদীসটি মুসলিম শরিফ থেকে নেয়া

হয়েছে)

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346806
২২ অক্টোবর ২০১৫ সকাল ১০:২৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আবু বকর (রাঃ) তো এমনিতেই সেই ১০ জনের মাঝে অন্যতম যাদের পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File